দেশে বা দেশের বাইরে সংখ্যায় সীমিত হলেও আমার লেখার যারা অনুরাগী পাঠক,তাদের সবার প্রতি আমার সকৃতজ্ঞ ভালবাসা। এছাড়া ,বিচ্ছিন্নভাবে হলেও যারা কমবেশি আমার লেখা পড়েছেন বা অনাগত কালেও যাদের নিকট আমার লেখা কম বেশি সমাদৃত কিংবা সমালোচিত হবে, তাদের সবার প্রতিও আমার সবিনয় শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। আমার এ লেখাটি কোন প্রবন্ধ, নিবন্ধ বা গল্প নয়। আপনাদের ভালবাসার প্রতি আন্তরিক সম্মান জানিয়ে বলছি,ঢাকায় বাংলা একাডেমি আয়োজিত আগত ফেব্রুয়ারির 'অমর একুশের বইমেলা'য় বিভিন্ন পর্যায়ে আমার চারটি বই ( একটি উপন্যাস,একটি প্রবন্ধ গ্রন্থ, একটি কবিতা ও একটি ছড়ার বই) প্রকাশ করা হবে 'সপ্তর্ষি প্রকাশনা'র মাধ্যমে। বইগুলো সপ্তর্ষি'র স্টলে প্রদর্শন করা হবে। বই প্রেমে যারা সবান্ধব মেলায় যাবেন, সর্বোচ্চ অনুরোধ সহ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যথাসম্ভব চেষ্টা করে স্টলে যাবেন এবং অন্তত একবার হলেও নেড়েচেড়ে আমার বইগুলো দয়া করে দেখে আসবেন। দু এক পৃষ্ঠা পাঠ করে ভালো লাগলে নিজে সংগ্রহ করবেন এবং অপরকেও সংগ্রহ করতে উৎসাহ দেবেন। আমার জন্য আপনারা এটুকু করলে আমি আরো বহুগুনণে উপকৃত হবো, অনুপ্রাণিত হবো এবং বুড়ো বয়সেও বোধ হয় রাত জেগে জেগে সাহিত্যের ফসল কাটার শ্রম দিতে আমি কষ্টবোধ করবো না। জীবনের শেষ অব্দি আপনাদের ভালোবাসা নিয়ে আমি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি দৃষ্টি রেখে আমার লেখনি চালিয়ে যাবো, এ আমার আন্তরিক অঙ্গীকার। আপনাদের ভালোবাসা অবশ্যই প্রত্যাশিত। পরিশেষে সর্বস্তরের পাঠক ও মানুষের প্রতি আমার সকৃতজ্ঞ ভালোবাসা রইলো। মহান স্রষ্টা সবার সহায় হোন। বিনয়াবনত গৌরাঙ্গ চন্দ্র দাশ।