ভূমিকা প্রতিদিনই একটু একটু করেই যেন আমাদের জানার ভান্ডারকে সমৃদ্ধ করতে এগিয়ে আসছে নতুন নতুন গাদা গাদা সব তথ্য। এইসব তথ্যকে সঠিকভাবে অনুধাবন করতে হলে আমাদের জানার পরিধি কিন্তু আরও বাড়াতে হবে। সেই সাথে অবশ্যই বাড়াতে হবে আমাদের মননশীলতার নির্দিষ্ট গন্ডিবদ্ধ এলাকা। আমাদের বইয়ের বাজারে ক্যুইজ সম্পর্কিত বইয়ের প্রকাশনা সীমিত। বুদ্ধিবৃত্তির সাথে জড়িত সকল মানুষ একথা নিদ্র্বিধায় স্বাকার করবেন যে ক্যুইজ চর্চা জ্ঞানভান্ডারকে প্রসারিত করে। জানা অজানার পস্নিধিকে বাড়াতে, বুদ্ধিৃবৃত্তিকে আরও শানিত করতে ক্যুইজ দারুন ভূমিকা পালন করে। ষাটের দশকের গোড়া থেকেই ক্যুইজ দারুন জনপ্রিয় হয়ে ওঠে বৃটেন, আমেরিকার মত পাশ্চাত্য আধুনিক দেশগুলোতে। পরবর্তীতে যার ছোঁয়া লেগেছে আমাদের দেশেও । দিনে দিনে ক্যুইজ হয়ে উঠেছে বিচিত্র ধরণের তথ্যসমৃদ্ধ চারচিত্র। প্রতিনিধিত্ব করছে যেন অফুরন্ত জ্ঞান ভান্ডারকে। ইদানিং যে কোন ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষাই ক্যুইজধর্মী হয়ে থাকে। অথচ আমাদের দেশের পাঠ্য বইগুলো এদিক থেকে কঠোর অনুশাসনের (?) নিয়মে বাঁধা। এই করণে শুধু পাঠ্য বইয়ের দুর্ভেদ্য বাঁধনে থেকে সাধারণ জ্ঞান আহরণ আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের পক্ষে একটু দুরূহ বৈকি। এইসব দিকগুলো বিবেচনা করে বিশাল তথ্যাবলীর ভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্যগুলো বাছাই করেছি। একসাথে এই প্রথমবারের মত উপযোগী তথ্যসমৃদ্ধ ক্যুইজ গ্রন্থের উপস্থাপনা করতে পেরে আমি আনন্দ এবং সেই সাথে গর্ব বোধ করছি। বইটি সবার উপকারে লাগবে এই একটা ব্যাপরে অন্তত আমি নিশ্চিত। তবে আমার এই আনন্দ আর গর্ব বোধ স্থায়ী হবে তখনই, যখন এই বই থেকে পাঠক-পাঠিকারা উপকৃত হবেন।
সূচী ভূ-বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান বাংলাদেশ প্রাসঙ্গিক তথ্য শিক্ষা নিকেতন বিখ্যাত স্থান শিল্প কারখানা পারিবহন ব্যবস্থা শারীরবিজ্ঞান সাহিত্য রাজনীতি আন্তর্জাতিক সংস্থা/পুরষ্কার বিজ্ঞানভিত্তিক আবিষ্কার ও আবিষ্কারক খেলাধূলা সাধারণ জ্ঞান শব্দ সংক্ষেপ
সিকদার আবুল বাশারের জন্ম ১৯৬৫ সালের ৩০ ডিসেম্বর। ঝালকাঠি সদর উপজেলার তারুলি গ্রামে। বাবা আবদুস সামাদ শিকদার, মা সৈয়দা আশ্রাফুন নেছা। তাঁর দাদা তাহসিন উদ্দিন শিকদার মাতৃভাষা বাংলা ছাড়াও আরবি, ফারসি ও উর্দু ভাষায় বিশেষ পারদর্শিতা ও ন্যায়বিচারের জন্য মুন্সিমিঞা খেতাবপ্রাপ্ত। প্রকাশনাশিল্প, প্রচ্ছদ অংকন ও গবেষণাকর্মে সিকদার আবুল বাশার-এর খ্যাতি সর্বজনবিদিত। এই অঙ্গনে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে জাতীয় কবিতা পরিষদ, বরিশাল শাখা তাকে সংবর্ধনা দেয়। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ৩৫ বর্ষপূর্তি উৎসব-এ আঞ্চলিক ইতিহাস ও যুক্তিযুদ্ধভিত্তিক প্রকাশনায় অবদান। রাখার জন্য তাকে সম্মাননা প্রদান করে। ২০১৫ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক নকশী বাংলা এবং অবিরাম উন্নয়ন সংস্থা, নাটোর তাঁকে সংবর্ধনা দেয়। তিনি চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি পদক ১৪২৪ লাভ করেন। ২০১৭ সালে পাবনার শিল্প সাহিত্য বিষয়ক পত্রিকা প্রতিভা তাঁকে সংবর্ধনা দেয় ও ক্রোড়পত্র প্রকাশ করে। তিনি বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি পরিচালিত জেলাউপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রকল্পে গবেষণা-সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন । ঝালকাঠি জেলার ইতিহাস ও পটুয়াখালী জেলার ইতিহাস তাঁর অক্লান্ত গবেষণার ফসল। তিনি যৌথভাবে বৃহত্তর বাকরগঞ্জের ইতিহাস গ্রন্থ সংকলন করেন। বাংলাদেশের প্রাচীন ইতিহাস গ্রন্থসহ ৬৪ জেলার মুক্তিযুদ্ধের। ইতিহাস, আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য বিষয়ক গ্রন্থসমূহ প্রকাশনায় তাঁর ভূমিকা পথিকৃতের। এইচ. বেভারেজ বি.সি.এস-এর দি ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ : ইটস হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকস গ্রন্থের অনুবাদক হিসেবে নন্দিত। ছােটদের জ্ঞান-বিজ্ঞান বিষয়ক অনেকগুলাে গ্রন্থের রচয়িতা। পরপর দুইবার (২০১১-'১৪ ও ২০১৪-'১৬) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভােটের মাধ্যমে নির্বাচিত অন্যতম পরিচালক ও বাংলা একাডেমির সদস্য। ভ্রমণ করেছেন আমেরিকা, ইংল্যান্ড ও ভারত।