কিছু বিষয় স্মরণীয়: ১. তাড়াহুড়া করবেন না, প্রতিটি বিষয় রিডিং পড়ার চেষ্টা করুন। সবকিছু মুখস্থ করতে হবে না, বইটি পড়ে শেষ করলেই আপনি অনেক ভালো পরীক্ষা দিবেন। ২. সাজেশনটি ছোট মনে করবেন না কারণ বিগত দীর্ঘ সময় বিসিএস কোচিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ ক্লাস নেয়ার অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয় সেগুলোই ডিটেইলস আলোচনা করেছি। ৩. সাজেশন থেকে সর্বোচ্চ কমন আসবে ইনশাআল্লাহ্। কিন্তু মনে ভয় রেখে সাজেশনটি কমপ্লিট না করতে পারলে আপনার কমন হবে না। এ জন্য যত কষ্টই হোক নিয়মিত ১২-১৩ ঘণ্টা পড়াশুনা করে সাজেশনটি শেষ করবেন। ৪. বিশ্বাস ও আস্থা রেখে সাজেশন ও মিহির'স GK বই থেকে বিগত প্রশ্ন শেষ করলে সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে ইনশাআল্লাহ্। ৫. সাজেশনটিতে গভীর তথ্য দেওয়া হয়েছে যাতে বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর B, C, F ইউনিট, চট্টগ্রাম, রাজশাহী ও গুচ্ছসহ সকল পরীক্ষায় এই সাজেশনই সিলেবাস কাভার হয়। ৬. বিসিএস, প্রাইমারিসহ অন্যান্য চাকুরী প্রার্থীরা যারা সাধারণ জ্ঞান কম বুঝেন তারা অল্প পড়েই সর্বোচ্চ নম্বর পাবেন, ইনশাআল্লাহ্। ৭. স্টার চিহ্নিত টপিক ও লাইনগুলোকে বেশি গুরুত্বপূর্ণ বুঝানো হয়েছে।