পঞ্চ ইন্দ্রীয়র ওপারেও বিদ্যমান এক অতীন্দ্রিয় জগত। তা স্বাভাবিকের অতীত, আমাদের জানা বিজ্ঞান বা প্রকৃতির মধ্যে থেকে তার ব্যাখ্যা করা সম্ভব নয়। কখনও কখনও সেই অতিপ্রাকৃত ছায়াময় জগতের (অ)জীবেরা অধিক্রম করে চলে আসে বাস্তব দুনিয়ায়। গা-শিরশিরে ভয়ের অনুভূতিগুলো মাকড়সার জালের মতোই আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলে মানব মনের অনুভূতিকে। আর ঠিক এখান থেকেই শুরু হয় একের পর এক হাড়হিম করা ঘটনাপ্রবাহ, যাকে এককথায় বলা চলে — ‘প্যারানর্মাল!’ ‘প্যারানর্মাল’ হরর সংকলনে রয়েছে নানা স্বাদের উপন্যাসিকা আর গল্প। যেগুলো সুপারন্যাচারাল, অপার্থিব, অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়, আধিভৌতিক এরকমই বিভিন্ন প্যারানর্মাল জঁ’রের সঙ্গে সম্পৃক্ত। কাহিনীগুলোতে এসেছে জাপানি ফোকলোরের অপজীব, সাইফাই হরর, ক্রিপি আর্টিফ্যাক্ট, হাইব্রিড প্রাণী, ভ্যাম্পায়ার ইত্যাদি হরেক কিসিমের হরর উপাদান। এই সংকলনের অন্যতম বিশেষ আকর্ষণ 'হরর বুলেটিন।' বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া শিহরন জাগানো কিছু কুখ্যাত রিয়েল লাইফ ঘটনা, তার ব্যাকস্টেজ কাহিনী, ইনভেস্টিগেশন, আর্বান লিজেন্ড ইত্যাদি নিয়ে সাজানো এই 'হরর বুলেটিন' বিভাগটি যেন বাংলার হরর সাহিত্যের একটু ভিন্ন স্বাদের ছোঁয়া। স্বাদু গদ্যে বুনট আতঙ্ক, টানটান থ্রিলার-সাসপেন্স, দমবন্ধ করা পৈশাচিক ঘটনাপ্রবাহের মাঝেমধ্যে আসা হালকা কমেডি রিলিফ এই নিয়েই কাহিনীর বুনন। সঙ্গে রয়েছে চোখজোড়ানো ইলাস্ট্রেশন, মনকাড়া হেডপিস আর গ্রাফিক্স। প্যারানর্মাল রসে আকন্ঠ নিম্মজিত হয়ে নেশা করতে চাওয়া হে হরর প্রেমী পাঠকগন, আপনারা প্রস্তুত তো?