কিছু কথা পাঠক পাঠিকা ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমি আপনাদের দীর্ঘায়ু ও সুস্থ সবল জীবন কামনা করছি।আমি আপনাদের উদ্দেশ্য কিছুকথা বলছি,আশা করি ভালো লাগবে।আমি ছোটখাটো একজন বাস্তববাদী লেখিকা।বাস্তবতা নিয়ে লেখালেখি করা আমার কাজ।ইতিমধ্যে আমার দুটো যৌথ কাব্যগ্রন্থ ও দুটো একক বই প্রকাশ হয়েছে।এ ছাড়া ও বিভিন্ন স্বনামধন্য ম্যাগাজিনে আমার লেখা ছাপা হয়েছে। আমার দুটো একক বই বাস্তববাদী সময় উপযোগী ও শিক্ষণীয়।আমার প্রথম গল্পগ্রন্থ "এখনো তোমাকে ভালোবাসি" বইটি জাতীয় কবিতা মঞ্চ সেরা পুস্তুক সম্মাননায় - ২০২৩ সেরা নির্বাচিত হয়েছে। এই বইটিতে সাতটা গল্প আছে।গল্পগুলো বাস্তববাদী এবং শিক্ষণীয়।যারা পড়েছেন খুব প্রশংসা করেছেন।এবার প্রকাশ হতে যাচ্ছে আমার লেখা তৃতীয় উপন্যাস "মেয়েদের জীবনে বিয়ে একবার হয়"।এই বইটি ও বাস্তববাদী, সময় উপযোগী, রোমান্টিক ও শিক্ষণীয়।এই বইটিতে রোমান্টিক কাহিনীর পাশাপাশি সমাজের কিছু বাস্তবচিত্র তুলে ধরেছি।যা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে থাকে।পাঠক পাঠিকা ভাই বোন, ও বন্ধুরা সবশেষে বলব,আপনারা হেলায় খেলায় সময় না কাঠিয়ে একটু সাহিত্য জগতের দিকে দৃষ্টি দিন,বই পড়ুন,প্রিয়জনকে বই উপহার দিন।তবে আমাদের লেখনি জীবন সার্থক। পরিশেষে আপনাদের সুস্থ সবল ও সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি।খোদা হাফেজ