মধুকবির হাত ধরে বাংলা সাহিত্যে প্রথম সনেটের আগমন ঘটে।বাংলাভাষায় রচিত প্রথম সনেটের নাম 'কবি-মাতৃভাষা', যেটি রচনা করেন কবি মাইকেল মধুসূদন দত্ত। কবিগুরু, জীবনানন্দ দাশ ও প্রমথ চৌধুরীও বাংলা সনেটকে ঋদ্ধ করেছেন। সনেট অক্ষরবৃত্ত ছন্দে লেখা হয়। ভাবের ক্ষেত্রে প্রাথমিক নিয়ম হলো, পেত্রার্কিয় ও ফরাসিতে অস্টকে প্রশ্ন/বষয় উপস্থাপন এবং ষটকে উত্তর/ উপসংহার পেত্রাকীয় সনেটের স্তবক থাকে মাত্র দুটি ; প্রথম স্তবকে আট চরন ও ভাবের অবতারনা এবং দ্বিতীয় স্তবকে ছয় চরন ও ভাবের পরিণতি বাংলাভাষায় শেক্সপীয়রীয় রীতির সনেট বহুলাংশে রোমান্টিক সনেট হিসেবেই বিশেষ ভাবে পরিচিত । কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের এই ধাঁচে সনেট লিখেছেন। শেক্সপীয়রীয় রীতির সনেটে স্তবক থাকে চারটি , ৪ ৪ ৪ ২, যার চারটি স্তবকের মধ্যে প্রথমটিতে থাকে "উপক্রমণিকা" , দ্বিতীয়টিতে বিষয়ের "বিশ্লেষণ" , তৃতীয়টিতে "মর্মরূপায়ণ" এবং সর্বশেষে "সিদ্ধান্ত বা মন্তব্য" । সনেট সাধারণত গুরুগম্ভীর প্রকৃতির লেখা। এখানে কখনও বেদনার প্রকাশ, কখনোবা দেশপ্রেম, কখনোবা প্রকৃতি ও মানব প্রেম, কখনোবা কোনো বিশেষ ঘটনা বা বিশেষ কাউকে নিয়ে লেখা হয়। এ বইতে প্রায় সবগুলো বিষয় নিয়েই নানা আঙ্গিকে সনেট লেখার চেষ্টা করা হয়েছে। আশাকরি বাংলা সনেটের ক্ষেত্রে এ বইটি বিশেষ ভূমিকা রাখতে পারবে। সাধারণত বাংলায় নীচের তিন ধরনের সনেট লেখা হয়। ১.পেত্রাকীয় অষ্টক; কখখক কখখক ষটক ; গঘঙ গঘঙ কখখক : কখখক :: গঘগ : গগঘ কখখক : কখখক :: গঘগ : ঘঘগ কখখক : কখখক :: গঘঘ : গঘগ কখখক : কখখক :: গঘঙ : ঙঘগ ২. ফরাসী অষ্টক; কখখক কখখক ষটক ; গগ ঘঙঘঙ কখখক কখখক গঘ গঘ গঘ ৩. শেক্সপিয়ারীয় অষ্টক; কখকখ গঘগঘ ষটক ; ঙচঙচ ছছ এর বাইরে আরও একটা ফরাসী প্যাটার্ন আছেঃ কখখক কখখক গঘ গঘ গঘ