ছন্দ মানুষের জীবনের পরতে পরতে নিহিত থাকে। একটু চেষ্টা করলেই সেটাকে খুঁজে পাওয়া যায়। মানুষের জীবনের ঘটনাবলী যা মানুষকে নানাভাবে আন্দোলিত করে সেটাকে প্রকাশ করার অনন্য মাধ্যম হলো কবিতা। মানুষ যখন দুঃখের সাগরে হাবুডুবু খায় তখন সে কবিতার মাঝে প্রশান্তি খুঁজে পায়, মানুষ যখন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে তখনও সে কবিতার মাধ্যমে তার উচ্ছ্বাস প্রকাশ করতে পারলে অধিকতর প্রশান্তি অনুভব করে, মানুষ যখন যুদ্ধে যায় তখনো কবিতা তাকে অনুপ্রেরণা যোগায়। সভ্যতা সৃষ্টির আদিকাল থেকে মানুষের ভিতরে এরূপ সুকুমার বৃত্তির চর্চা হয়ে আসছে। মানুষ হিসেবে আমিও এর ব্যাতিক্রম নই। জীবনের ক্ষুদ্র অনুভূতি থেকে বৃহত্তর ঘটনা যেটাই আমাকে আলোড়িত করেছে, হউক তা নিজের, হউক তা সমাজের কিংবা অন্য কারো তাই আমাকে অনুপ্রাণিত করেছে লিখার জন্য। আমার এ লেখার পিছনে বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজন অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উৎসাহ যুগিয়েছেন, আমি তাদের সকলের নিকট কৃতজ্ঞ। পরিশেষে, সপ্তর্ষি প্রকাশনী বই ছাপানোর উদ্যোগ গ্রহণ করায় আমি তাদের নিকটও বিশেষভাবে কৃতজ্ঞ। আমার লেখা পাঠক হৃদয়ে যদি সামান্যতম আলোড়ন সৃষ্টি করতে পারে তবে আমার প্রয়াস সার্থক হবে বলে আমি মনে করব। লেঃ কর্নেল (অবঃ) এস এম শাহজালাল