সময়ের বিবর্তনের সাথে সাথে মানব সমাজ তথা বিশ্ব ইতিহাসের আমূল পরিবর্তন ঘটেছে। পরিবর্তন ঘটেছে মানুষের চিন্তা-চেতনা, মননশীলতার। কিন্তু এই পরিবর্তন মানব সমাজের যান্ত্রিক উন্নতি হলেও উন্নতি হয়নি মনুষত্ব্যের, মানুষের বিবেকের, মানুষের চরিত্রের। স্বার্থান্বেষী এই মানব সমাজ আজ এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে ব্যাক্তিগত চাওয়া-পাওয়া, ক্ষমতার লড়াই-ই প্রধান্য পেয়েছে সর্বক্ষণ। মনুষ্য স্বাধীন চিন্তা-চেতনার ফলে অবক্ষয় ঘটেছে বিশ্বমানবতার। বিশ্বনেতাদের আক্রোশে আজ ধ্বংশ হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ তথা প্রকৃতি। সমাজ সংস্কার, মানব হৃদয়ের আশা-নিরাশা, পাওয়া না পাওয়া, প্রেম-বিরহ, মানবতা তথা কলুষিত সমাজ ব্যবহার মন-মগজের প্রাকৃতিক বিপর্যয়ের সব মুক্ত চিন্তা নিয়েই খন্দকার শফিকুল হাসান উজ্জ্বলের ‘দ্বন্দ্ব’ এর আত্মপ্রকাশ। ‘দ্বন্দ্ব’ কবির লেখা এমন-ই একটি কাব্যগ্রন্থ যেখানে কাব্যিক দ্রোহে কবি মনে জেগে ওঠা বিশ্ব চরিত্র আর মানব চরিত্রের অসাধারণ রুপগুলো পরিস্ফ‚টিত হয়েছে। কবিসত্তার এ দায়বদ্ধতা থেকেই কবি তার কবিতাগুলো গ্রন্থাকারে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। খন্দকার শফিকুল হাসান উজ্জ্বল- এর লেখা এই কাব্যগ্রš’টি পাঠক সমাজে সর্বাধিক সমাদৃত হবে ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে আশা রাখি। প্রফেসর ড. জে. আলী লেখক ও গবেষক বিভাগীয় প্রধান ব্যবসায় প্রশাসন বিভাগ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি