শেখ হাসিনা-শেখ রেহানা দুই বোন, এক প্রাণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রাণাধিক দুই দুলালী। আরো ছিল তিন ভাই, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের এক নারকীয় নৃশংসতায় আত্মীয় পরিজনসহ বাবা মা ভাইদের হারিয়েছেন দুই বোন। সে ঘটনা সবার জানা। সে হাহাকার আজও ঘরে ঘরে! পিতার অবর্তমানে শেখ হাসিনা ধরেছেন দেশের হাল। তিনি জননেত্রী, দেশের প্রধানমন্ত্রী। শেখ রেহানা নেপথ্যে তাঁর উপদেষ্টা, পরামর্শক, অভিভাবক। ‘মুজিব দুলালী শেখ হাসিনা শেখ রেহানা ও বাংলাদেশ’ এই দু’বোনের হার না মানার কাহিনি। সমস্ত প্রতিকূলতাকে জয় করে ঘুরে দাঁড়াবার গল্প। ১৯৪৭-এর দেশভাগ থেকে শুরু করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শুভক্ষণ পর্যন্ত ধরা আছে বইটিতে। আছে শেখ মুজিব, শেখ ফজিলাতুন নেছা, তাঁদের পরিবারের কথা। রাজনীতির টানাপোড়েন, সাফল্য, ব্যর্থতা, আন্দোলন আর একটা নতুন দেশ পাবার আকাঙক্ষা বিবৃত হয়েছে বইটিতে। আছে স্বাধীনতা পরবর্তী বিধ্বস্ত দেশের উন্নয়ন অগ্রযাত্রার কাহিনি। তাই ‘মুজিবের দুই দুলালী শেখ হাসিনা শেখ রেহানা’ যেমন এদেশের ইতিহাসের অচ্ছেদ্য অংশ তেমনি অচ্ছেদ্য অন্যান্য ইতিহাসও সন্নিবেশিত হয়েছে বইটিতে। সে অর্থে বইটি ১৯৪৭-২০২১ কালপর্বের একটি দলিল। বইটিতে আপনারা পাবেন পিতা- মাতা- ভ্রাতা-বোনের আত্মীক বন্ধন, মমত্ববোধ আর স্বাধীন দেশ পাবার কঠিন প্রতিজ্ঞার কথা। খুঁজে পাবেন সঠিক দেশপ্রেমের সোঁদাগন্ধ।
লেখক, সম্পাদক, গবেষক, নাট্যকার, অবসরপ্রাপ্তযুগ্মসচিব। জন্ম ৪ ফেব্রুয়ারি ১৯৫৭, সাঈফ ভীলা, নড়াইল। পিতা:একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মরহুম আফসার উদ্দিন আহমেদ এডভোকেট, মাতা: সমাজকর্মী ও রাজনীতিক মরহুম বেগম মতিয়া আহমেদ। স্বামী: বিজ্ঞান ও মহাকাশবিষয়ক লেখক ও সাবেক যুগ্মসচিব মরহুম লতিফুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও এলএলবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘জহির রায়হানের চলচ্চিত্রে মানুষের অধিকার সচেতনতা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ বিষয়ক অভিসন্দর্ভের জন্য পিএইচডি। লেখক জীবন পাঁচ দশকের অধিক সময়ের। প্রকাশিত গ্রন্থসংখ্যা- ১২৭টি। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় রাষ্ট্রীয় বেগম রোকেয়া পদক, Inspiring Woman Award, অনন্যা সাহিত্য পুরস্কার, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কাসহ দেশ-বিদেশের ৩০টির বেশি পুরস্কার/ সম্মাননা পেয়েছেন। রক্তবীজ ওয়েব পোর্টালের প্রকাশক ও সম্পাদক।