আমি সত্যই অনেক আনন্দিত ভ্রমন বিষয়ে আমার এই দ্বিতীয় বই প্রকাশ হবার জন্য। স্বল্প খরচে কম ঝামেলায় ভ্রমণ করার কৌশল-হলো এই বইটির প্রধান উদ্দেশ্য। প্রথম বইটিতে সবগুলি লেখাই ভ্রমণ বিষয়ক ছিল তবে এই বইটি ভ্রমণ গল্পের পাশাপাশি ভ্রমণের জন্য কিছু সহায়ক তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি যেটা ভ্রমণের জন্য সবার কাজে লাগতেই পারে। হোক সেটা লেখাপড়া কিংবা চাকরি অথবা বিনোদন ভ্রমণ। উচ্চ শিক্ষার জন্য যারা দেশের বাহিরে যেতে চায় তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে এই বইটি। বিদেশে যাবার পরিকল্পনা কোথায় কিভাবে কোন পদ্ধতিতে করলে ব্যয় কমে যাবে বা কোন কোন ক্ষেত্রে ব্যয় হবে না সেরকম বিষয়েও সম্পূর্ণ তুলে ধরবার চেষ্ট করেছি। আবার চিকিৎসা কিংবা শিক্ষা সফরে যেয়ে কিভাবে কঠিন দিনগুলি অতি সহজভাবে পার করা যায় সেটা গল্পের আকারে মজার ভংগিতে উপস্থাপন করার চেষ্ট করেছি। আমার ৩৫টি ভ্রমণ করা দেশের মধ্যে ভ্রমনের সময় এমন কিছু ঘটনা যেটা সবার শিক্ষনীয় হতে পারে সেরকম বিষয়গুলিকে সামনে আনার প্রচেষ্ট করেছি। আর্ন্তজাতিক পরিসরে ইউএন মিশনে পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি করার সুবাদে ভ্রমণের সুযোগটা কখনোই হাত ছাড়া করতে চাইনি। তবে অন্যের সাহায্য ছাড়া একজন ভ্রমণ পিয়াসী ব্যক্তি স্বল্প ব্যয়ে অতি সহঝেই বিভিন্ন দেশ ভ্রমণ করবার শক্তি সঞ্চার করার সাহস যোগাতে পারার কৌশল তুলে ধরার চেষ্টা করেছি। আমি সবসময়ই অত্যান্ত কৃতজ্ঞতা চিত্তে স্বরন করি আমার লেখার উদ্দিপনা শক্তি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), পুলিশ কমিশনার, ঢাকা মহোদয়কে এবং উৎসাহ দিয়ে লেখার পরিধি বাড়াতে সাহায্য করার জন্য আমার প্রিয়ভাজন জনাব সৈয়দ আসিকুর রহমান, সিইও, আরটিভি মহোদয়কে। ভ্রমনসহ মোট ৮টি লেখার প্রতিটি ঘটনার সাথে সরাসরি আমার সংশ্লিষ্টতায় প্রকৃত তথ্যবহুল ঘটনাগুলি প্রাণবন্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার প্রথম বই ভ্রমনে পুথিবী দেখা লেখার তিন বসর পর এই দ্বিতীয় বইটি প্রকাশ হলো। ভ‚ল ক্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। সকল পাঠককে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরিশেষে এই বইটি প্রকাশের জন্য সকল শুভাকাঙ্খীর প্রতি রইলো আমার আন্তরিক ধন্যবাদ।