আসসালামুয়ালাইকুম, প্রিয় পাঠক /পাঠিকা আপনাদের জন্য মনের গভীরে জমানো ভালোবাসা অবিরাম। লাখোকোটি শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে। তিনি আমাকে আরো একটি নতুন বছর দেখার সুযোগ দান করেছন। সেই সাথে সুযোগ করে দিয়েছেন, প্রিয় পাঠক/ পাঠিকা আপনাদের ভালোবাসা ও প্রেরণায় ২০২৪ইং অমর একুশে গ্রন্থমেলায় পুনরায় আমার দ্বিতীয় উপন্যাস ‘স্বার্থান্বেষী’ নিয়ে হাজির হওয়ার। হৃদয়ের নির্ভেজাল অনুভূতি থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মানুষটির কাছে, যার প্রেরণা ও সহযোগীতায় ‘স্বার্থান্বেষী’ কে পাঠক/পাঠিকাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আশা করি আমার প্রথম উপন্যাস ‘অভিশপ্ত অভিলাষ’ এর ন্যায় এটিও সকলের মনে পাবে ঠাঁই। পাঠকের ভালো লাগাই লেখকের লেখার স্বার্থকতা। তাই চেষ্টা করেছি ‘স্বার্থান্বেষী’ উপন্যাসের বিষয় বস্তুগুলোকে নানা ছন্দের বিন্যাসে এমনভাবে সাজাতে যাতে করে সহজেই পাঠকের মনকে তৃপ্ত করতে পারে। ¯েœহ, প্রেম, ভালোবাসা, বিরহ, স্বার্থ ও স্বার্থপরতার মিশ্রণে কিছু বাস্তব চিত্র নিয়ে সৃষ্টি হয়েছে ‘স্বার্থান্বেষী’। প্রিয় পাঠক/পাঠিকা আমরা কেউ ভুলের উর্ধ্বে নয়, তবুও নিরলস পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করেছি একটি নির্ভুল বই আপনাদের উপহার দিতে। তারপরও যদি কোনো ভুল আপনাদের দৃষ্টি গোছর হয় আমাকে মার্জনা করবেন। অবশেষে পাঠক/পাঠিকা আপনাদের দোয়া ও ভালোবাসায় নতুন কিছু সৃষ্টির প্রত্যাশায়।