বইয়ের গল্পগুলো রহস্যময় মানুষের বিচিত্র সব গল্প। তাদের কেউ উঠে এসেছে ইতিহাসের পাতা থেকে কেউবা লেখকের খেরোখাতা থেকে। এই বইয়ের সুবাদে সেইসব চরিত্রগুলো যেন মিলিত হয়েছে কোনো এক মেলার মাঠে। যেখানে পাঠকরাও মিলিত হওয়ার সুযোগ পাবে গল্পের চরিত্রদের সাথে। যেন বহুদিন পরে দেখা হবে কোনো বন্ধুর সাথে। দূর গাঁয়ের কোনো চেনা মানুষের সাথে। স্মৃতির পাতায় ভেসে উঠবে হারিয়ে যাওয়া কোনো শৈশব বা কৈশরেরের গল্প। যেখানে স্মৃতির ধুলোয় উড়তে থাকে ধূসর মেঘের ঘুড়ি। সে ঘুড়ির নাটাই যে কার হাতে তা আমরা জানি না। তাকে আমরা খুঁজতে থাকি গল্পের আখ্যানে। খুঁজতে খুঁজতে আমাদের সময় গড়িয়ে যেতে থাকে। আমরা পৌঁছে যাই দাঙ্গা, দেশভাগ, মুক্তিযুদ্ধ কিংবা পনেরোই আগস্টের মতো ইতিহাসের ধূসর সময়ে। তখন গল্পগুলো হয়ে ওঠে ধূসর সময়ের গল্প। প্রতিটি গল্পের আড়ালে আছে আরও অনেক না বলা গল্প। পাঠক গল্পের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাবে সেই সব না বলা গল্প আবিষ্কারের নেশায়। বইয়ের প্রতিটা গল্পই বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এর কোনোটা প্রকাশিত হয়েছে ওপার বাংলার দেশ, গল্পদেশ কিংবা অনুষ্টুপ পত্রিকার শারদীয় সংখ্যায়, কোনোটা উত্তর আমেরিকার সাপ্তাহিক বাঙালী, ঘুংঘুর কিংবা প্রথম আলো পত্রিকায়। বেশ কয়েকটি গল্প প্রকাশিত হয়েছে বাংলাদেশের পত্রিকা অনুপ্রাণন, জলধি, বিবিধ, শৈল্পিক ও গল্পকারসহ বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতায়। পাঠকদের সেই প্রিয় গল্পগুলো পত্রিকার পাতা থেকে এবার উঠে এলো বইয়ের পাতায়।