নীল নীরবতা ও লাল কৃষ্ণচূড়ার প্রহর মূলত ৬০ টি কবিতার সমন্বয়ে সৃষ্ট আমার প্রথম প্রকাশিত কবিতার বই। বইটিতে কোনো নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সব কবিতা না লিখে বিভিন্ন বিষয়ে লেখা কবিতা সংযোজনের চেষ্টা করেছি যেন তা পাঠকের মনে ভিন্ন ভিন্ন অনুভূতি ও আবেশের সৃষ্টি করতে পারে। এখানে প্রকৃতি ও প্রাকৃতিক বিভিন্ন বিষয়বস্তু, দেশাত্মবোধক, মা-বাবা, শিক্ষক, দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়, বন্ধুত্বমূলক ও জীবনের সাথে সম্পৃক্ত নানান বিষয়াবলী নিয়ে কবিতা রয়েছে, যদিও প্রাকৃতিক বিষয়গুলোই বেশি প্রাধান্য পেয়েছে। আমার মতো কিশোরী থেকে শুরু করে সব বয়েসি পাঠকের জন্য বইটি উপযুক্ত হবে বলে আশা করি। সত্যিকার অর্থে, কবিতার পেছনে আমি কখোনোই মোটেও আলাদা করে সময় দিইনি বরং চলতে, ফিরতে কবিতার চরণই নিজ থেকেই আমার মনে এসেছে। আর তাকে টুকে রেখেছি তৎক্ষণাৎ। ফলস্বরূপ কখন যে এতগুলো কবিতার উৎপত্তি ঘটেছে তা বুঝে উঠতে পারিনি একদমই। পরবর্তীতে হঠাৎই একটু শখের জায়গা থেকে এই বইটির প্রকাশ। একজন ভালো লেখক হওয়ার জন্য দরকার ভালো পাঠক হওয়ার। কিন্তু একজন শিক্ষার্থী হওয়ায় পড়াশোনার পাশাপাশি এসবে সময় দেওয়ার জন্য উপযুক্ত সময় বা মনোযোগ কখনোই দেওয়া হয়নি। তাই আমার কবিতার মান হয়তো অতটা উচ্চপর্যায়ে পৌঁছাতে পারেনি। নিতান্তই মনের কল্পনা, চিন্তা বা মুহূর্তগুলোর রূপদান দেওয়া হয়েছে মাত্র। চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ, সরল ও বোধগম্য শব্দে কবিতাগুলো লেখার যেন তা পাঠকের বুঝতে সহজ হয়। অনেকের হয়ত বইয়ের নাম নিয়ে কৌতূহল জাগতে পারে। মূলত প্রিয় গুণ নীরবতা, প্রিয় ফুল কৃষ্ণচূড়া, নানান কল্পনা, অভিব্যক্তি এবং অন্যান্য বিষয়াবলীর সমন্বয়ে সৃষ্ট যে প্রহর আমি পার করেছি বা করি, তারই একটি রূপ বা ফল হলো উক্ত বইটি। আমার কবিতা লেখা এবং বইটি প্রকাশে যে বা যাঁরা বিশেষভাবে অবদান রেখেছে তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। আমার মা, দিলওয়ার স্যার এবং দুজন সহপাঠী (নাম প্রকাশে অনিচ্ছুক); যাঁদের উৎসাহ ও সহায়তায় আমার কবিতা ও কবিতার এই বইটির উৎপত্তি, তাঁদের অবদান অনস্বীকার্য। একটু উৎসাহই যে-কোনো মানুষের যে-কোনো ছোট ছোট শখ ও প্রতিভাকে বিকশিত করতে এবং বাঁচিয়ে রাখতে পারে বলে আমার বিশ্বাস। বইটি পাঠকমহলে সুন্দরতার সাথে গৃহীত হবে বলে আশা রাখি। পাশাপাশি একজন ক্ষুদে লেখক হিসেবে আমার যেকোনো ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। সকলের নিকট দোয়াপ্রার্থী। তাহিয়া জামান