(আমরা শিশু) বইটি প্রসঙ্গে কিছু কথা ------------------------------------------ জ্ঞান বিকাশের আরেক নাম হল আজকের শিশু, যারা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। মধুময় সুখময় স্মৃতিপট ধরিয়ে এগিয়ে চলেছে আজকের প্রানবন্ত চৌকস শিশুরা। তেমনি ভাল লাগার ও ভালবাসার আরেক নতুনত্ব নাম হল শিশুতোষ ছড়ার বই। বই পড়লে জ্ঞান বাড়ে বুদ্ধির আলোকন ছড়ায় প্রতিনিয়ত। পল্লীজীবনের নির্মিত নিপীড়িত আদল ধরে চলে কত মানুষ। প্রকৃতিরঞ্জনে রাঙিয়ে গেছে সুমধুর বিস্ময়। গ্রাম পাড়া মহল্লা সবুজবর্ণের আকৃতিসদৃশে ফুটে উঠেছে শিশুতোষ ছড়ার বইটি। ছোটো ছোটো ছেলে মেয়ে বইটি পড়ে তৃপ্তি পাবে আশাকরি। সেই সঙ্গে জ্ঞানের মশাল জ্বালাবে আজকের নরম কমল মধুমতি শিশুরা। বিস্ময়কর দিনের আলোয় আলোকিত করে সামনের নিপুণ দিন সাজাতে পদার্পণ হও বইয়ের দিকে। মনোযোগী হও জ্ঞানের আলোতে নিজের জীবন রাঙাতে। (আমরা শিশু) বইটি পাঠক সমাজে খুব ভাল লাগবে। প্রকাশক ও সম্পাদক_ কবি,গীতিকার, বাচিক শিল্পী,কথাসাহিত্যিক, প্রতিষ্ঠাতা ও সভাপতি, আরজে স্বপ্ন প্রকাশনী সাহিত্য পরিষদ ভারত বাংলাদেশ, কবিতায় প্রথম প্রহর সাহিত্য পত্রিকা সম্পাদক, চট্টগ্রাম বাংলাদেশ । আর জে মেহেদী ______✍️