একটা সময় ডায়েরি লেখার প্রচলন ছিল। ডায়েরিতে লেখকরা ব্যক্তিগত নানা অনুভূতি, ঘটনা, স্মৃতি টুকে রাখতেন। বর্তমান সময়ে অনেক লেখক ফেসবুককে ডায়েরির মতো ব্যবহার করেন-নিজের অনুভূতি, সমকালীন নানা ঘটনার প্রতিক্রিয়া লিখে পোস্ট করেন ফেসবুকে। মোজাফফর হোসেন তাঁর মুক্তমত প্রকাশ ও চিন্তাচর্চার ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন ফেসবুককে। তিনি সমকালীন নানা বিষয়ে তার অকপট চিন্তা প্রকাশ করেছেন টুকরো টুকরো গদ্যে। এগুলো প্রবন্ধ না, আবার কলামও না। গ্রন্থিত অধিকাংশ লেখা সমকালীন নানা বিষয় ও ঘটনাকে কেন্দ্র করে লেখা। প্রায় প্রতিটা লেখা ফেসবুকে যেমন আলোচিত, তেমন সমালোচিত। যুদ্ধাপরাধীদের বিচার, শাহবাগ আন্দোলন, শাপলা চতুর ও হেফাজতে ইসলাম, ধর্মীয় মৌলবাদের উত্থান, সাম্প্রদায়িক হামলা ও সহিংসতা, ক্যাম্পাস রাজনীতি, কোটা সংস্কার আন্দোলন, মহামারি করোনা, বৈশ্বিক রাজনীতি, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভারত-বাংলাদেশ- আমেরিকা-চীন সম্পর্ক, বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রচর্চা, মুক্তমতচর্চা, আইসিটি অ্যাক্ট, অনুভূতির রাজনীতি, চেতনার রাজনীতি, ধর্মানুভূতির বাণিজ্য-এমন অনেক আলোচিত ও স্পর্শকাতর বিষয় নিয়ে মোজাফফর হোসেনের নির্বাচিত ফেসবুক পোস্ট নিয়ে এই গ্রন্থ। মোজাফ্ফর মনে করেন, 'লেখক যে সমাজ ও রাষ্ট্রে বাস করেন তার প্রতি তার দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। একজন লেখক যখন নানাদিক থেকে তার কাঙ্ক্ষিত সমাজ পাবেন না, তখন তাকে সমাজকে উদ্দেশ্য করে লিখতে হবে, বলতে হবে। লেখকের কাজ সমাজের সকল ধরনের অসঙ্গতি নিয়ে কথা বলা। সংকলনভুক্ত লেখাগুলোতে কিছু কিছু প্রস্তাবনা থাকলেও এটা আসলে কতগুলো প্রশ্নের সমষ্টি। আমি মনে করি, আমরা যদি কিছু নাও করি, শুধু প্রশ্ন করে যাই, তাতেই সমাজটা অনেকখানি বদলে যাবে। লেখকের কাজ আসলে শেষ পর্যন্ত প্রশ্ন করে যাওয়া। আমাদের অনেক কিছু ঠিক নেই। আমাদের ধর্ম আছে কিন্তু নীতি নৈতিকতা নেই। আমাদের আইন আছে কিন্তু অনুশাসন নেই। আমরা বিব্রত হতে ভুলে গেছি। এই বইয়ের প্রতিটি লেখার উদ্দেশ্য মানুষকে বিব্রত করার চেষ্টা করা, কারো বিশ্বাসকে আঘাত করা নয়য়।' উল্লেখ্য, মোজাফফর হোসেন এই প্রজন্মের আলোচিত লেখক। এরিমধ্যে অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার, আবুল হাসান সাহিত্য পুরস্কার, কালি ও কলম সাহিত্য পুরস্কার, সমকাল সাহিত্য পুরস্কার, আনন্দ আলো সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। গল্প-প্রবন্ধ-উপন্যাস মিলে তাঁর গ্রন্থসংখ্যা ২৫।
কথাশিল্পী-প্রাবন্ধিক ও অনুবাদক মোজাফ্ফর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগে কর্মরত। প্রধানত কথাসাহিত্যিক। দুই বাংলার অন্যতম পাঠকপ্রিয় ছোটগল্পকার। পাশাপাশি সাহিত্য সমালোচক ও অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি আছে। 'তিমিরযাত্রা' উপন্যাসের জন্য কালি ও কলম সাহিত্য পুরস্কার, 'পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প' বইয়ের জন্য ব্রাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার, 'অতীত একটা ভিনদেশ' গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার এবং 'স্বাধীন দেশের পরাধীন মানুষেরা' গল্পগ্রন্থের জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তিনি প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার ও বৈশাখি টেলিভিশন পুরস্কারে ভূষিত হন। মোজাফফরের গল্প ইংরেজি, হিন্দি, ইতালি, নেপালি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে।