সময় : ১৮৫৭ খ্রিস্টাব্দ। সিপাহী বিদ্রোহের আগুনে উত্তপ্ত ভারবর্ষ, এমন এক সময় স্বেচ্ছা অবসরপ্রাপ্ত কর্নেল স্যান্ডার্সকে পুরনো এক বন্ধুর খোঁজে ভারতে ফিরে আসতে হলো অনেকটা বাধ্য হয়েই। তাকে খুঁজে বের করতে হবে এমন একজন মানুষকে যে-পালিয়ে বেড়াচ্ছে বিদ্রোহী সিপাহী এবং ব্রিটিশ শাসনতন্ত্র উভয়ের হাত থেকে। উত্তপ্ত পরিস্থিতির কারণে ভারতে ফিরে হারানো মানুষকে খুঁজে বের করা তো দূরে, নিজেকে সামলাতেই হিমশিম খেতে শুরু করল কর্নেল। কাজ দূরে থাক, জান বাঁনোই দায় তার জন্যে। এর ভেতরেই সে জানতে পারল হারানো মানুষটার সংযোগ রয়েছে শুধু ভারতবর্ষ নয় বরং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরনো রহস্যগুলোর একটার সঙ্গে। ঘটনার পরিক্রমায় কর্নেলের সঙ্গে জড়িয়ে গেল তার পুরনো সাথিরা, এক স্থানীয় সৈনিক এবং দুই খুনে গোত্রের প্রতিনিধি। বর্তমান সময় : ময়মনসিংহ শহরের আর্কিওলজিক্যাল সাইট থেকে অপহৃত হলো আর্কিওলজিস্ট রিফাত মজুমদার। সদ্য মিশন শেষ করার সঙ্গে সঙ্গেই ডাক পড়ল ইন্সপেক্টর আহমেদ বাশারের। নিজের শহরে ফিরে কাজে নেমেই সে বুঝতে পারল যা ভেবেছিল এই কেস তা নয়, এর সঙ্গে সংযোগ রয়েছে তার সমাধান করা পুরনো কেস, সিলেট ও চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার। মাঠে নেমে সে যখন বিশ্বাস-অবিশ্বাসের দোলাচালে দিশেহারা এমন সময় জানতে পারল এই ঘটনার শিকড় আরো অনেক গভীরে নিহিত, যার সঙ্গে জড়িয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো এক রহস্য, একাধিক খুনে গোত্র এবং একাধিক অন্তর্জাতিক অপরাধী সংগঠন। রবিন জামান খানের জনপ্রিয় ইতিহাসআশ্রিত থ্রিলার ‘সময় উপাখ্যান’ সিরিজের পঞ্চম উপন্যাস সিপাহী আপনাকে নিয়ে যাবে অতীত ও বর্তমানের এমন এক রোমাঞ্চযাত্রায় যেখানে মানুষের মৌলিক টানাপড়েনের সঙ্গে সেতুবন্ধন হয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো রহস্যগুলোর একটির।
রবিন জামান খানের জন্ম ময়মনসিংহ শহরে, পৈত্রিক নিবাস নেত্রকোনার কেন্দুয়াতে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়ালেখা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্বে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন তিনি। পড়া-পড়ানো, শেখা-শেখানোর চর্চা থেকেই শিক্ষকতাকে পেশা ও লেখালেখিকে নেশা হিসেবে বেছে নিয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন সংকলনে বেশকিছু মৌলিক ও অনুবাদ গল্প লেখার পাশাপাশি লিখেছেন একাধিক টিভি নাটক। তার মৌলিক থৃলার উপন্যাস শব্দজাল, ২৫শে মার্চ, সপ্তরিপু, ব্ল্যাক বুদ্ধা, ফোরটি এইট আওয়ার্স, দিন শেষে, আরোহী ও অন্ধ প্রহর ইতিমধ্যেই অর্জন করেছে বিপুল পাঠক প্রিয়তা। বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকে প্রকাশিত তার মৌলিক গ্রন্থ ২৫শে মার্চ, সপ্তরিপু ও শব্দজাল পশ্চিম বঙ্গের পাঠক মহলে ভালোবাসা কুড়িয়েছে। ভারতবর্ষের ইতিহাসের রহস্যময় ঘটনাবলী, সেইসাথে মানব মনের জটিল মনস্তত্ত্ব বিষয়ে আগ্রহ থেকে উনি বর্তমানে কাজ করে চলেছেন একাধিক ইতিহাস নির্ভর ও সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস নিয়ে। এরই প্রেক্ষিতে খুব শিঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তার মৌলিক থৃলার উপন্যাস বিখন্ডিত, রাজদ্রোহী, ধূম্রজাল, সিপাহী। রবিন জামান খান ঢাকায় প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবষেণা করছেন তিনি। https://www.robinzamankhan.com/