অনীকের অব্যক্ত কথামালা কবির প্রথম কাব্যগ্রন্থ। কাব্যটি মূলত অসংখ্য অণুকবিতার মঞ্জরিতে সাজানো হিরণ্ময় দ্যুতি ছড়ানো এক প্রেমের ডালা, যার পরতে পরতে হৃদয় নিংড়ানো উপাচার সাজানো থরে থরে। হৃদয়ের অনুভূতিগুলো যেখানে শতদল মেলেছে বিহঙ্গময় আকাশ নীলিমায়- সূর্য ঝলকিত অনন্ত অন্বেষায়। প্রতিটি কবিতা হৃদয়ের স্পন্দনে প্রেমের সুর, বিরহ-বেদনা, আত্মার অন্তর্দৃষ্টি ছুঁয়ে মানবিক অনুভূতিতে বিশ্বজনীন অভিব্যক্তি ছড়িয়েছে। বিরহাতুর কবিতায় কান পেতে শোনা যায় কাচের মতো হৃদয় ভাঙার মোহময় আর্তনাদ।
নানা উপমা, উৎপ্রেক্ষা, প্রতীক-রূপকে মোড়ানো তাঁর অণুকবিতাগুলো। প্রেম-প্রকৃতির শ্যামল ছায়ায় নিসর্গ-বিহারি কবির কবিতা ভাবনা চিত্রিত হয়েছে বইটির পাতায় পাতায়। হৃদয়ের আকুতি ঝরে পড়েছে অনুগামী শব্দের সাযুজ্যে, কবিতার ছন্দে, বর্ণে, রঙে, প্রতি পঙ্ক্তিতে। যাপিত দিন-রাত্রির মালা গেঁথে চলে অনুক্ষণ যে হৃদয়, তার ছায়া হয়ে থাকে এক অশরীরী মানবী। কবিকে দেয় এক মোহময় ঐন্দ্রজালিক প্রেরণা। এই কাব্যগ্রন্থের আরেকটি বৈশিষ্ট্য হলো বিষয়বস্তুর বিস্তৃতি। নানা চিত্রকল্পে কবি মননে যুদ্ধ, ত্যাগ, জীবন সংগ্রামের অনুভূতিগুলো বাঙ্ময় হয়ে উঠেছে। ললিত ছন্দে সহজ, সরলরৈখিক অনুগামী শব্দ চয়নে অত্যন্ত সুখপাঠ্য কাব্যের প্রতিটি কবিতাই আপ্লুত করবে প্রিয় পাঠক তথা প্রেমিক মনকে। কবির শুভ সুন্দরতম আগামী প্রত্যাশা করছি।
- মোয়াজ্জেম হোসেন ফিরোজ কবি, কথাসাহিত্যিক ও গবেষক