ভালোবাসা ও শ্রদ্ধার সাথে সমস্ত নিখুঁত ও সম্পূর্ণ প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহানাহু ওয়া তায়ালার জন্য, যিনি সমস্ত জগতের রব। আমরা তাঁরই প্রশংসা করি এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত সত্যে কোনো মাবুদ নেই, তাঁর কোনো শরীক নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহম্মদ তাঁর বান্দা ও রাসুল অতঃপর আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি— للهِ مُلْكُ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَن يَشَاءُ إِنَّثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذكور - أوْ يُرْوَجُهُمْ ذُكْرَانًا وَإِنَثًا وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ “আসমানসমূহ ও যমীনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্ৰ সন্তান দান করেন। অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করেন। তিনি তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান। [সুরা আশ-শুরা ৪২ : ৪৯-৫০] ইসলামপ্রিয় দ্বীনদরদী ভাইয়েরা! সাম্প্রতিক সময়ে ট্রান্সজেন্ডার আইন নিয়ে প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা ও সংলাপ চলছে। অনেকেই এই আইন সম্পর্কে অবগত আছেন, আবার অনেকেই রয়েছেন, যারা এ আইন সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না। আজকে এই আইনের ইসলামিক অবস্থান নিয়ে কিছু বিষয় উল্লেখ করব, ইনশাআল্লাহ।