জীবনের সাথে সম্পর্কিত সকল তত্ত্ব বা উপাদানই সাহিত্য। তাই বলা হয়, সাহিত্য হলো জীবনের প্রতিফলন। সাহিত্য জীবনের দর্পণস্বরূপ। সুস্থ চিন্তা ও মানসিকতার বিকাশে শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সাহিত্য এক অভিনব শিল্পরূপ। আর এ শিল্পরূপ গড়ে ওঠে মূলত মানুষের মুখের ভাষাকে এবং চিন্তাশক্তিকে কেন্দ্র করে। সাহিত্যের এই শিল্পরূপটি নানাভাবে নির্মিত হতে পারে। কখনো কখনো কাব্য বা কবিতার মধ্য দিয়ে, কখনো সংলাপ বা নাটকের মধ্য দিয়ে, কখনো কথা বা উপন্যাস বা গল্পের মধ্য দিয়ে কিংবা কখনো অভিনব ভাবনা বা প্রবন্ধের মধ্য দিয়ে এ সাহিত্য সৃষ্টি হতে পারে। আর সাহিত্যের এমন অনেকগুলো প্রকরণের মধ্যে কবিতা অন্যতম। যেকোনো সাহিত্যেই সবচেয়ে আগে যে উপকরণটি দেখা দিয়েছে, তার নাম কবিতা। বাংলা সাহিত্যেও এর ব্যতিক্রম নয়। কবিতা এক বিশেষ ধরনের সাহিত্যশিল্প। কবিতা হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস যা একজন কবির আবেগ-অনুভূতি-উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ এবং তা অত্যাবশ্যকীয়ভাবে উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে আন্দোলিত সৃষ্টির উদাহরণ। এক কথায়, কবিমনের আনন্দ-বেদনা ও অনুভূতি প্রকাশের এক অনন্য উপায় হলো কবিতা। আমার এই কবিতা গ্রন্থখানিতে আমি দেশ-মাটি-মানুষ ও প্রকৃতির বর্ণনা এবং মানবমনের প্রেম-প্রীতি-ভালোবাসা, আবেগ অনুভূতির বহিঃপ্রকাশকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আশা করি, এই বইয়ের কবিতাগুলো প্রত্যেকটি কবিতাপ্রেমী মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারবে, ইনশা-আল্লাহ। কল্যাণী