গ্রাম জীবনের বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য অনুসন্ধিৎসা ও বাস্তবে সংঘটিত আন্দোলন সংগ্রামের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। সন্ধানীতে আমি কেবল এক বছর লিখেছি। পরে আর ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। গ্রন্থাকারে প্রকাশের সময় আমি আশির দশকের তথা ১৩৮৯ সনের সমাজ বাস্তবতার কোনো পরিবর্তন করিনি। এই চার দশকে বাংলাদেশের গ্রাম জীবনের বিপুল পরিবর্তন হয়েছে। সরকারগুলোর গ্রামীণ উন্নয়নের নীতি—পদক্ষেপ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বিকাশ, মাথাপ্রতি আয় বৃদ্ধি, শিক্ষার বিকাশ, অবকাঠামো উন্নয়ন, দেশে বিদেশে কর্মসংস্থান, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, খাদ্য ও কৃষির উন্নয়ন প্রভৃতি কারণে গত চার দশকে আমাদের চিরায়ত গ্রাম জীবন ও সমাজ কাঠামোর বিপুল পরিবর্তন সাধিত হয়েছে। এই গ্রন্থে বিধৃত চার দশক আগের গ্রাম বাংলাকে এখন আর হুবহু খুঁজে পাওয়া যাবে না। আমি সেই চেষ্টাও করিনি। সত্য বটে আমাদের গ্রাম জীবনের অনেক অনুষঙ্গ এখনো বিদ্যমান। সমাজ বিকাশের সেই ধারা এবং আমাদের গ্রাম জীবন ও লোকসংস্কৃতির স্বরূপ সন্ধানে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে কিছুটা হলেও এই গ্রন্থ সাহায্য করবে। আমাদের দেশ, গ্রাম্য জীবনতো অতীত থেকে বিচ্ছিন্ন নয়। তাই গ্রামীণ অতীতের সাথে বর্তমানের বা আগামীর যোগসূত্র স্থাপনে ‘গ্রাম বাংলার পাঁচালি’ সহায়ক হবে।