“বাহান্নতে বাংলাভাষার তারুণ্যে ঝংকার রকেÍ কেনা মায়ের ভাষা দীপ্ত অহংকার। চুয়ান্নতে নির্বাচনে যুক্তফ্রন্টের জয় নৌকা প্রতীক নজরকাড়া দুরন্ত নির্ভয়। ছাপ্পান্নতে বীর বাঙলি রাজপথে সম্মুখে শাসনতন্ত্র আন্দোলনে দাবি আদায়ের মুখে। বাষট্টিতে শিক্ষানীতি আন্দোলনের খামে হার না মানা দীপ্ শপথ বাংলা জুড়ে নামে। ছেষট্টিতে ঐতিহাসিক ছয় দফারই ডাক শেখ মুজিবের ফাঁসি হবে আয়ুবশাহীর হাঁক। উনসত্তরে গণবিক্ষোভ কারামুক্তির দিন বঙ্গবন্ধু সবংর্ধনায় শেখ মুজিবের ঋণ। আয়ুবশাহীর পতন শেষে বাজল রণত‚র্য একাত্তরে বজ্রকণ্ঠে স্বাধীনতার সূর্য। ত্রিশ লক্ষ প্রাণ গিয়েছে শেকে ভালোবেসে ডিসেম্বরে বিজয়গাথা বাংলা নামের দেশে।” জনপ্রিয় লেখক, কবি ও গীতিকার সঞ্জয় মুখার্জ্জী তার ‘বাংলা নামের দেশ’ বইটিতে বাংলা নামের দেশটির জন্মইতিহাস তথা আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক বর্ণনা দিয়েছেন ছন্দে ছন্দে। শিশু-কিশোরদের গদ্য পড়ার একঘেয়েমি থেকে মুক্তি দিতে তিনি এই অভিনব পন্থায় ইতিহাসের মতো একটি বিরক্তিজনক বিষয়কে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমাদের নতুন প্রজন্মকে আমাদের অর্জনগুলো জানানো আমাদের কর্তব্য ও দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে লেখক তার প্রচেষ্টায় সার্থক বলে মনে করছি। আশা করছি বইটি পাঠক মহলে সমাদৃত হবে।
সঞ্জয় মুখার্জ্জী একাধারে কবি, গল্পকার ও শিশু সাহিত্যিক। জন্ম ১৮ জানুয়ারী ১৯৬৭, যশোর। লেখালিখি শুরু শৈশব থেকে। দেয়াল পত্রিকা, স্কুল ম্যাগাজিন ও স্থানীয় সংবাদ পত্রিকার সাহিত্য পাতায় তার লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে। পরবর্তীতে তার বহুমুখী প্রতিভার বিকাশ ঘটেছে যশোরে সাংষ্কৃতিক পরিম-লে উদীচী শিল্পী গোষ্ঠীর মাধ্যমে । বর্তমানে ঢাকায় বসবাস এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এক্সপার্ট হিসেবে কর্মরত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন-এফএসএম সাপোর্ট সেল-এ।