ড. মাহমুদুল হক একজন স্বনামধন্য ইতিহাসবেত্তা, গবেষক ও শিক্ষাবিদ। জ্ঞানের গভীরতা, বিশ্লেষণধর্মী ও অনুসন্ধিৎসু মননের কারণে তিনি নিজেকে একজন উঁচু মানের গবেষক হিসেবে সমাদৃত করেন। উপমহাদেশের রাষ্ট্রসমূহের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং বাংলাদেশের স্বায়ত্তশাসন আন্দোলন ও মুক্তিযুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুসৃত নীতি তাঁর গবেষণার বিষয়বস্তু। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের কয়েক বছর পর ১৯৭৭ সালে বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েও সেই চাকুরি ছেড়ে পুনরায় শিক্ষকতা পেশায় যোগদান করেন। ছাত্রজীবন ও কর্মময় জীবনে ড. আবদুল করিম, ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনের মতো কৃতবিদ্য ও পাণ্ডিত্যের অধিকারী শিক্ষক ও সহকর্মীদের সান্নিধ্যে থেকে নিজেকে সমৃদ্ধ করেন। তাঁর আজীবন আপোসহীন সত্যানুসন্ধানে ব্রত কর্মময় জীবনও একটা ইতিহাস। মহান মুক্তিযুদ্ধে মাহমুদুল হকের অবদান, তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মূল্যায়ন, ইতিহাসচর্চা সম্পর্কে ধারণা, ছাত্রদের উদ্দেশে ব্যক্তিগত অভিমত সহ বর্ণাঢ্য কর্মময় জীবন গ্রন্থটিতে স্থান পেয়েছে। পরিশিষ্টে রয়েছে মাহমুদুল হক কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের ইংরেজি অনুবাদ, ড. হকের দৃষ্টিতে অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট লিখিত চিঠি এবং বর্ণিল আলোকচিত্র। এই গ্রন্থ পাঠে শিক্ষার্থীসহ পাঠক সমাজ অধ্যাপক মাহমুদুল হক এবং তাঁর গবেষণাকর্ম ও ইতিহাসচর্চা সম্পর্কে জেনে অনুপ্রাণিত হবেন এবং অনেক অভিজ্ঞতা লাভ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। ড. মাহমুদুল হক একজন স্বনামধন্য ইতিহাসবেত্তা, গবেষক ও শিক্ষাবিদ। জ্ঞানের গভীরতা, বিশ্লেষণধর্মী ও অনুসন্ধিৎসু মননের কারণে তিনি নিজেকে একজন উঁচু মানের গবেষক হিসেবে সমাদৃত করেন। উপমহাদেশের রাষ্ট্রসমূহের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং বাংলাদেশের স্বায়ত্তশাসন আন্দোলন ও মুক্তিযুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুসৃত নীতি তাঁর গবেষণার বিষয়বস্তু। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের কয়েক বছর পর ১৯৭৭ সালে বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েও সেই চাকুরি ছেড়ে পুনরায় শিক্ষকতা পেশায় যোগদান করেন। ছাত্রজীবন ও কর্মময় জীবনে ড. আবদুল করিম, ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনের মতো কৃতবিদ্য ও পাণ্ডিত্যের অধিকারী শিক্ষক ও সহকর্মীদের সান্নিধ্যে থেকে নিজেকে সমৃদ্ধ করেন। তাঁর আজীবন আপোসহীন সত্যানুসন্ধানে ব্রত কর্মময় জীবনও একটা ইতিহাস। মহান মুক্তিযুদ্ধে মাহমুদুল হকের অবদান, তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মূল্যায়ন, ইতিহাসচর্চা সম্পর্কে ধারণা, ছাত্রদের উদ্দেশে ব্যক্তিগত অভিমত সহ বর্ণাঢ্য কর্মময় জীবন গ্রন্থটিতে স্থান পেয়েছে। পরিশিষ্টে রয়েছে মাহমুদুল হক কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের ইংরেজি অনুবাদ, ড. হকের দৃষ্টিতে অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট লিখিত চিঠি এবং বর্ণিল আলোকচিত্র। এই গ্রন্থ পাঠে শিক্ষার্থীসহ পাঠক সমাজ অধ্যাপক মাহমুদুল হক এবং তাঁর গবেষণাকর্ম ও ইতিহাসচর্চা সম্পর্কে জেনে অনুপ্রাণিত হবেন এবং অনেক অভিজ্ঞতা লাভ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
কানিজ ফাতেমা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার শিলাইগড়া গ্রামের জান আলী মুন্সী বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ হামিদুর রহমান চৌধুরী সরকারি কর্মকর্তা ছিলেন ও মাতা ইসমত আরা খান। তিনি পাঠানটুলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি (বিজ্ঞান) ১ম বিভাগ (স্টার মার্কস) ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় (বিজ্ঞান) ১ম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ(সম্মান) পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম এবং এমএ পরীক্ষায় ১ম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন। উল্লেখ্য শিক্ষাজীবনে স্কুলে প্রতিটি শ্রেণিতে ১ম স্থান এবং মেধাবৃত্তি অর্জন করায় চট্টলবীর মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী কর্তৃক ‘নব প্রজন্মের সূর্য সন্তান’ উপাধি পুরস্কার এবং পরবর্তীতে স্নাতক পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করায় ‘ড. আবদুল করিম মেধা বৃত্তি’ পুরস্কার লাভ করেন। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০১৯ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন এবং বর্তমানে একই পদে কর্মরত আছেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ আর্কাইভস অব হেরিটেজ (হিস্ট্রি ট্রাস্ট) এর পাশাপাশি আন্তর্জাতিক জার্নাল ইতিহাস অনুসন্ধান থেকেও তাঁর গবেষণা কর্ম প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার বিষয় আন্তর্জাতিক সম্পর্ক, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার আঞ্চলিক ইতিহাস তথা মুক্তিযুদ্ধ, শিক্ষা, শিল্প ও স্থাপত্য প্রভৃতি। কানিজ ফাতেমা বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, পশ্চিম বঙ্গ ইতিহাস সংসদ, গড়িয়া সুচিন্তন সোসাইটিসহ বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সদস্য। বিভিন্ন সাময়িকী, স্মরণিকা ও দৈনিক পত্রিকায় তাঁর বহু নিবন্ধ প্রকাশিত হয়েছে। ইতিহাসবিদ অধ্যাপক মাহমুদুল হক : জীবন ও কর্ম তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ।