যদি বলি অধরা প্রাপ্তি কি, তাহলে বলতে হয় অধরা প্রাপ্তি জীবনের এক অন্ধকার যুগের ছোট ছোট আত্মকথা। আবার যদি বলি বইটি লেখা শুরু হওয়ার মধ্যে দিয়ে আমি নতুন একটি জীবন পেয়েছি সেটাও বোধয় মন্দ হয় না। এক জীবনের সমস্ত প্রাপ্তির অপ্রাপ্তি দুঃখ কষ্ট হাসি কান্না সব মিলিয়ে অধরা প্রাপ্তি। কখনো কখনো একটা জনম অধরা থাকা কিছু আমাদের ভীষণভাবে অনুভূতি শূন্য করে ফেলে, আমরা ভেঙে পরি, আবার হয়তো উঠে দাঁড়াই, আবার ফিরে আসি...তবে নতুন রুপে ফিরে আসার তৃপ্তিটা কখনোই, সেই অধরা কিছু না পাওয়া কিছু অপেক্ষটার শূন্যতা পূরণ করতে পারেনা। জীবনে আমরা সব কিছু পাইনা কিছু কিছু জিনিস আমাদের অধরাই থেকে যায় একটা জনম। বইটির প্রতিটি ছোট ছোট কাব্যে এক একটি হারানোর গল্প আছে, আছে হাজারো অবহেলার অবজ্ঞার কথা.... আছে সহস্র আর্তনাদ এবং বুকে জমানে আত্মচিৎকারের দহন। শত, প্রাপ্তি, অপ্রাপ্তির অনুকথা নিয়েই এই বইটির সৃষ্টি। বইটিতে আমার লেখা প্রতিটি শব্দেরা জানে আমার সূর্যাস্তের গল্প, কারণ সেই জীবনের সূর্যাস্ত থেকে এই জীবনের সূর্যোদয়ের মধ্যবর্তী এইযে এক শতাব্দী সময়টা, আমি শুধুমাত্র কলমের খশখশ শব্দে একলা একা এক নিঃসঙ্গ বর্ণমালাকে শব্দ থেকে বাক্য করে করেই আজকের, এই অধরা প্রাপ্তি। আমাদের সবার জীবনেই এমন সহস্র অধরা গল্প আছে সবার জীবনের সহস্র অধরা প্রাপ্তি আছে, সেইসব অধরা প্রাপ্তি গুলোর অনুভূতি নিয়েই এই, অধরা প্রাপ্তি বইটি। _ সাকিব মৃধা।