রহস্য ঘেরা কিশোর উপন্যাস 'সোমেশ্বরী রাত', যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে বিপদ, রহস্য, থ্রিলার। কথাসাহিত্যিক নাহিদ আহসানের চতুর্থ বই 'সোমেশ্বরী রাত' রকমারি থেকে প্রি-অর্ডার করুন এখনই। বই থেকে: রাকিব দাঁড়িয়ে আছে শান্ত সোমেশ্বরী নদীর তীরে—যার পানি বয়ে আসে দূর ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে। প্রায় বছর দশেক আগে, এখানেই—এমন বিষণ্ণ এক রাতে গল্পের শুরু। সে রাতে ‘সোমেশ্বরী’ বয়ে নিয়ে এসেছিলো রহস্য, বিপদ, দুর্ঘটনা। যে ঘটনা জন্ম দিয়েছে আরও কতো গল্পের-ভাবনার! গল্পে জড়িয়েছে কতো নতুন মানুষ! দিনশেষে তারাই হয়ে উঠেছে গল্পের প্রধান চরিত্র। ঝড়ের বেগে ঘটেছে সব। শ্বাস নেবার সময়টুকুও যেন পায়নি কেউ। শুধু দেখেছে—ঠাঁয় দাঁড়িয়ে। জীবন কখনোই মসৃণ পথ নয়। জীবন বয়ে চলে আঁকাবাঁকা—সোমেশ্বরী নদীর মতো। কখনো শান্তভাবে। কখনোবা খরস্রোতা-উত্তাল। ভীষণ গর্জনে ভেঙে ফেলে পাড়। তলিয়ে নিয়ে যায় বাসাবাড়ি-ফসলি জমি। জীবনটাও এমনই। ঘুড়তে গিয়ে—সোমেশ্বরীর তীরেই এক অদ্ভুত ও ভয়ানক ঘটনার সাক্ষী হয় রাকিব। সেখান থেকে পাওয়া একটা সুন্দর গলার চেইন রাকিবকে একের পর এক রহস্য ও বিপদের বেড়াজালে বন্দী করবে, কে জানতো? ঢাকার মিরপুরে বসবাস করা রাকিবকে অসংখ্যবার ফিরতে হয়েছে নেত্রকোণায়, সোমেশ্বরীর তীরে, রহস্যের কাছে। উলটপালট হয়েছে তার গোছানো দিন, জীবন। শেষমেশ সুরাহা হয়েছে কোনো? জানা নেই। গল্পটা কি শুধুই রাকিবের? না। গল্পটা আসলে অন্য কারোর। এক অভাগা মেয়ের অসহায়ত্বের গল্প, এক হতভাগা ছেলের পরিবার, ভালোবাসার মানুষ—সব হারানোর গল্প। এক নিষ্ঠুর রহস্যময় জীবনের গল্প এই ‘সোমেশ্বরী রাত’। সোমেশ্বরী রাত—বন্ধুত্বের গল্প, বন্ধু হারাবার গল্প। গল্পটা হয়তো আপনার না বা আপনার খুব কাছের কারোরও না। তবে এমন অদ্ভুত রহস্যের বেড়াজালে জড়াতেই বা কতোক্ষণ? সোমেশ্বরী রাতে ডুবে যান এক ভিন্ন জীবনের গল্পে, ভিন্ন এক আবহে। #সোমেশ্বরী_রাত #নাহিদ_আহসান
জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকার মিরপুরে। অনেকদিন আগে—ব্যস্ত শহরের অলিগলিতে মানবেতর জীবন কাটানো অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের অসহায়ত্ব গভীরভাবে স্পর্শ করে কৈশরের কোমল হৃদয়। মনোযোগ দেয়া হয় মানবসেবায়। ২০১৭ সালে নিজ হাতে প্রতিষ্ঠা করেন সমাজকল্যাণমূলক সংগঠন ‘স্বপ্নদ্রষ্টা’। সুবক্তা, উপস্থাপক হিসেবেও তিনি সুপরিচিত। উপস্থাপনা করেছেন এটিএন বাংলাসহ বিভিন্ন জায়গায়। তরুণদের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করছেন পুরোদমে। দক্ষতা বৃদ্ধিমূলক সেশন নিয়েছেন দেশের বিভিন্ন স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে। তার লেখায় ওঠে আসে সুখ-দুঃখ জমাট বাঁধা জীবনের গল্প, ওঠে আসে গভীর জীবনবোধের কথা। খুব চেনা কোনো জীবনের গল্প বলে চলেন তিনি অকপটে এবং বলে যেতে চান গোটা জীবন জুড়ে। প্রচণ্ড প্রকৃতিপ্রেমী এই মানুষটা ভালোবাসেন গাছ, পাহাড়, সমুদ্র, আকাশ, মেঘ, পাখি আরও কতো কী!