'বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি' শীর্ষক বইটি অর্থনীতি বিষয়ে লেখকের রচিত এবং সংবাদপত্রে প্রকাশিত বেশকিছু প্রবন্ধের সংকলন। অর্থনীতির তাত্ত্বিক বিষয়গুলোও লেখক সরকারি পদে কর্মকালের প্রায়োগিক অভিজ্ঞতা ও বাস্তব চিন্তাভাবনার আলোকে প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন। দেশের মানুষ দৈনন্দিন যেসকল অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হন, সেগুলোই লেখক অর্থনৈতিক নীতি পদ্ধতির আলোকে বিশ্লেষণ করেছেন। বিগত কয়েক বছর বৈশ্বিক অর্থনীতির টালমাটাল অবস্থা এবং আমাদের অভ্যন্তরীণ দুর্বলতা ও সমস্যার কারণে অর্থনৈতিক সূচক, যেমন- মূল্যস্ফীতি, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক খাতের খেলাপি ঋণ, অর্থ পাচার, কেন্দ্রীয় ব্যংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সরকারি সম্পদ আহরণ, বাজেট প্রণয়ন ইত্যাদিতে পরিবর্তন তথা যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেসব উপজীব্য করেই প্রবন্ধগুলো রচিত। এসব প্রবন্ধে সরকারি নীতি-নির্ধারক, উদোক্তা, ব্যবসায়ীসহ সচেতন পাঠকদের জন্য রয়েছে চিন্তার খোরাক ও সুপরামর্শ। বাংলাদেশের বিগত দেড়দশকের উন্নয়ন অভিযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনা ও দর্শন বাস্তবায়িত হয়েছে। একটি লেখায় তাঁর অবদান আলোচনা করা হয়েছে। সার্বিকভাবে বিবিধ বিষয় সম্বলিত রচনাগুলো পড়ে অর্থনীতির ছাত্র, শিক্ষক ও সাধারণ পাঠক উপকৃত হবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব মােশাররফ। হােসেন ভূঁইয়ার পৈত্রিক নিবাস নরসিংদী জেলা ও সদর উপজেলার বালুসাইর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮১ সালের ৩০ জানুয়ারি সরকারি চাকরিতে যােগদান করেন। আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারের বৃত্তি নিয়ে ১৯৯১-৯২ সনে ম্যাসাচুসেটস্ অঙ্গরাজ্যের উইলিয়াম কলেজ থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। বাণিজ্য, শিক্ষা, পানি সম্পদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিভিন্ন পদে কাজ করে ২০১০ সনের ফেব্রুয়ারি মাসে যােগাযােগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব পদের দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য পদে কর্মরত।