ফ্ল্যাপে লিখা কথা আর্নেস্টো চে গুয়েভারা ডে লা সেরনা-দুনিয়ার মুক্তিকামী মানুষের উজ্জ্বল স্বাক্ষরে শুধু পরিচিতি নাম- ‘চে’। জীবন জয়ের সংগ্রামী ধ্রুবতারা- ‘চে গুয়েভারা’।
আর্নেস্টো গুয়েভারা লিনচ্ ও সিলিয়া ডে লা সেরনার গর্বের সন্তান ১৯২৮-এ ১৪ পৃথিবীর আলোয় উদ্ভাসিত।
১৯৫২ সালে বুয়েনস আয়ার্স থেকে ডাক্তার হয়েই সারা লাটিন আমেরিকার সাধারণ মানুষের জীবনসংগ্রাম উপলব্ধির জন্য পরিভ্রমণ। ১৯৫৪-তে সে. আই. এ. পরিচালিত এক সামরিক অভিযানে গুয়াতেমালার জাকাবো আরবেনজের নির্বাচিত সরকারের উৎখাত-সময়ের প্রত্যক্ষদর্শী। রাজনৈতিক কার্যকলাপের দায়ে-মৃত্যু পরোয়ানা জারী। গুয়াতেমালা পরিত্যাগে বাধ্য-মেক্সিকো শহরে আশ্রয়। কিউবার স্বৈরতন্ত্রী সরকার ফুলজেনসিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুতের উদ্দেশ্যে নির্বাসিত কিউবার বিপ্লবীরা সেই সময়ে মেক্সিকোতে। সেখানেই বিপ্লবীদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং ফিদেল কাস্ত্রোর সান্নিধ্য লাভ। সালটা ১৯৫৫।
১৯৫৬-র ২৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর-সিয়েরা মায়েস্ত্রা পাহাড় থেকে কিউবার বাতিস্তা সরকারকে উৎখাতের পরিকল্পনায় কিউবার বিপ্লবীদের ‘গ্রানমাজাহাজ’ অভিযান। সেই অভিযানে বিপ্লবীদের সঙ্গী এবং তাদের চিকিৎসক ১৯৫৭-র জুলাইতে সশস্ত্র বিপ্লবী বাহিনীর প্রথম কমান্ডার ১৯৫৯-এ তীব্র সংগ্রামী লড়াই-এ বাতিস্তা সরকারের পতন-নতুন বিপ্লবী সরকারের অন্যতম নেতা। এরপর জাতীয় ভূমি-সংস্কার প্রতিষ্ঠানের শিল্প দপ্তরের প্রধান। জাতীয় ব্যাংকের সভাপতি, শিল্পদপ্তরের মন্ত্রী। ১৯৬৫ কিউবার কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা-০রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতা। সারা পৃথিবী জুড়ে কিউবার প্রতিনিধিত্ব। আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রপুঞ্জে কিউবার প্রধান বক্তা।
১৯৬৫-র এপ্রিলে অন্যান্য দেশের মুক্তিসংগ্রামে সশরীরে অংশগ্রহণের উদ্দেশ্যে কিউবা পরিত্যাগ। কিছু সময় আফ্রিকার কঙ্গোতে (এখন জায়ের) অবস্থান এবং পরে কাস্ত্রোর ব্যবস্থাপনায় গোপনে কিউবার প্রত্যাবর্তন। ১৯৬৬-র নভেম্বরে বলিভিয়ার নিপীড়িত মানুষের জীবনযুদ্ধ ছদ্মবেশে বলিভিয়ায় প্রবেশ। কিউবান বিপ্লবী ও বলিভিয়ার মানুষদের নিয়ে গেরিলা বাহিনী গঠন ও বলিভিয়ার সামরিক সরকারের উৎখাতের জন্য গেরিলা অভিযান শুরু। একের পর এক সফল অভিযান। সারা বিশ্ব আলোড়িত। নিদারুণ ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রতিকূল সময়ের এক বিরল যোদ্ধা ও সেনাপতি। ৮ই অক্টোবর ১৯৬৭-তে আমেরিকার বংশবদ প্রতিক্রিয়াশীল বলিভিয়ান সামরিক বাহিনীর হাতে আহত এবং ৯ই অক্টোবর ১৯৬৭-তে আমেরিকার বংশবদ প্রতিক্রিয়াশীল বলিভিয়ান সামরিক বাহিনীর হাতে আহত এবং ৯ই অক্টোবর ওয়াশিংটনের নির্দেশে সরাসরি গুলির আদেশে নিহত।