‘ছায়া প্রচ্ছায়া’ গ্রন্থটি লেখকের সান্নিধ্যে আসা কতিপয় ব্যক্তির জীবনপ্রবাহ অবলম্বনে লেখা। প্রথম গল্প, ‘নরক থেকে নন্দন’; ষাটের দশকের এক সম্ভ্রান্ত উচ্চ-মধ্যবিত্ত উচ্চবর্ণ পরিবারের এক হিন্দু তরুণীর জীবনের করুণ কাহিনি নিয়ে লেখা। এই তরুণীর একটি ভুল সিদ্ধান্ত তাকে অন্ধকার জীবনে নিক্ষেপ করে। পরবর্তীতে এক মেধাবী তরুণ ছাত্রের প্রচেষ্টায় সে পুনরায় আলোর পথে ফিরে আসার সুযোগ পায়। দ্বিতীয় গল্প ‘প্রতিবিম্ব’, ফেসবুকের এক অভ‚তপূর্ব ও অবিশ্বাস্য সত্য ঘটনা অবলম্বে লেখা, যা কল্পকাহিনিকেও হার মানায়। এক উচ্চবিত্ত পরিবারের মেধাবী তরুণী সড়ক দুর্ঘটনায় তার পরিবারের প্রায় সকলকে হারিয়ে এক বিরল মানসিক রোগে (Psychosis বা Paranoid Syndrome) আক্রান্ত হয়ে এক অসাধারণ কাহিনির অবতারণা করে। তৃতীয় গল্প ‘প্রেমের কেস স্টাডি’; ’৬০, ’৭০ ও একবিংশ শতাব্দীর তিনজন প্রেমিকের ব্যর্থ প্রেমের করুণ কাহিনি বর্ণিত হয়েছে এই গল্পে। এতে তিনটি ভিন্ন প্রজন্মের ভিন্নধর্মী ভিন্ন বাস্তবতায় প্রেমের প্রকৃত রূপ অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে। যাতে বর্তমান প্রজন্মের প্রেমিক-প্রেমিকা ও তাদের অবিভাবকগণ সতর্ক হন। চতুর্থ গল্প ‘দেবশিশু সোভান’; মুক্তিযুদ্ধের সহজাত (Byproduct) এক এতিম শিশুকে কেন্দ্র করে লেখা। তবে এই লেখায় শিশুর জীবনীর সাথে সমান্তরালভাবে ’৭২ থেকে ’৭৬ পর্যন্ত, এক তরুণ ছাত্রের চোখে দেখা তৎকালীন কিছু গুরুত্বপূর্ণ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অসংগতি অত্যন্ত সততার সাথে বর্ণিত হয়েছে।