হাদীস সংকলনের ইতিহাসে যতগুলো গ্রন্থ সংকলিত হয়েছে তন্মধ্যে সিহাহ্ সিত্তাহৰ্ভুক্ত হাদীসগ্রন্থগুলোর স্থান শীর্ষে। এগুলোর প্রতিটিরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্যের কারণেই এগুলো মুসলিম উম্মাহর কাছে স্ব স্ব মর্যাদায় সমাদৃত। সিহাহ্ সিত্তাহৰ্ভুক্ত হাদীসগ্রন্থের একটি প্রসিদ্ধ সংকলন হচ্ছে 'সুনানু আবী দাউদ'। এটির সংকলক ইমাম আবু দাউদ সুলায়মান ইবনুল আশ'আস আস-সিজিস্তানী (র)। তাঁর জন্ম ২০২ হিজরী সনে এবং ইন্তেকাল করেন হিজরী ২৭৫ সনে। সিহাহ্ সিত্তাহ্ হাদীসগ্রন্থসমূহের মধ্যে আবূ দাউদ শরীফের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এ গ্রন্থে সংকলিত সমস্ত হাদীসই আহকাম তথা বিধি-বিধান সম্পর্কিত এবং ফিক্হ শাস্ত্রের রীতি অনুযায়ী সন্নিবেশিত। এ গ্রন্থের প্রতিটি অধ্যায় ফিক্হ-এর দৃষ্টিতে নির্ধারণ করা হয়েছে। ফলে এ সংকলনটি ফিকাহবিদদের নিকট খুবই সমাদৃত। এ গ্রন্থে ইমাম আবু দাউদ (র) তাঁর সংগৃহীত পাঁচ লাখ হাদীস থেকে যাচাই-বাছাই করে মাত্র চার হাজার আটশত (পুনরুল্লেখ বাদে) হাদীস অন্তর্ভুক্ত করেছেন। কলেবর বৃদ্ধির আশঙ্কায় গ্রন্থটিতে হাদীসের পুনরুল্লেখ হয়েছে খুবই কম। তাছাড়া সংকলিত কোন হাদীসে ত্রুটি পরিলক্ষিত হলে তাও তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। হাদীস সংকলনের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি হাদীসের বিস্তারিত টীকা লিখেন। এসব অনন্য বৈশিষ্ট্যের কারণে ইলমে হাদীসের জগতে 'সুনান আবী দাউদ'-এর গুরুত্ব ও মর্যাদা অপরিসীম।