ড. এ. সালাম রচিত ‘মওলানা আবুল কালাম আযাদ: মানবতাবাদী রাজনীতিক ও সাহিত্যিক’ শীর্ষক গ্রন্থটি মূলত ১৯৪৭ সালের ভারত ভাগের ইতিহাসের পটভূমিকায় রচিত। ভারতবর্ষে প্রাচীনকাল থেকে বিভিন্ন জাতি-গোষ্ঠীর বসবাস। তাদের মধ্যকার নানা দ্ব›দ্ব-সংঘাত আরো উস্কে দিয়েছে ১৭৫৭ সাল পরবর্তী ব্রিটিশ বেনিয়া শাসকগণ। তারা ভারতবর্ষে ইংরেজ শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে এখানে সাম্প্রদায়িকতার বীজ বপণ করে। ফলে ভ্রাতৃঘাতি সংঘাত-অবিশ্বাস দেশব্যাপী ছড়িয়ে পড়লে; এহেন সংকটকালে বিংশ শতাব্দীতে হিন্দু-মুসলিম মিলনের বানী নিয়ে জনতার সামনে হাজির হন মওলানা আবুল কালাম আযাদ। ১৯৩৫ সালের নির্বাচন পরবর্তী ঘটনাপ্রবাহে কংগ্রেসের সাম্প্রদায়িক অংশের মুসলিম বিদ্বেষের কারণে জিন্নাহ্ দ্বি-জাতি তত্তে¡র ভিত্তিতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমির দাবিতে সোচ্চার হন। অন্যদিকে বিশাল ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুসলিম-হিন্দু নির্বিশেষে অসহায় মানবতার আশ্রয়স্থল হিসেবে কংগ্রেসের মধ্যে আদর্শের মিনার হয়ে দাঁড়িয়ে থাকেন মওলানা আযাদ। একদিকে ব্রিটিশ রাজন্যবর্গ থেকে ভারতের জন্য স্বাধীনতা আদায়, অন্যদিকে দেশের অভ্যন্তরে বহুধা বিভক্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রাখার চ্যালেঞ্জিং মুহূর্তে যে ক’জন রাজনীতিক জাতিকে সঠিক দিশা পেতে সাহায্য করেছেন; মওলানা আযাদ তাদের অন্যতম। দেশীয় রাজনৈতিক টানাপোড়েন ভারতীয় ইতিহাসকে কলুষিত না করলে অখন্ড ও উন্নত ভারত নিয়ে মওলানা আযাদের স্বপ্ন বাস্তবায়ন হতে পারত। বিংশ শতাব্দীতে উপমহাদেশের রাজনীতি, ভারত ভাগের ইতিহাস ও মওলানা আযাদের কর্মময় জীবন জানতে বইটি পাঠককে রসদ যোগাবে বলে আমাদের বিশ্বাস।
Title
মওলানা আবুল কালাম আযাদ মানবতাবাদী রাজনৈতিক ও সাহিত্যক