অরণ্যে ঢাকা অচিন সাগরে নিমজ্জিত এই ঝুলন্ত পৃথিবীতে আমাদের আদি বাবা ও আদি মায়ের অলৌকিক আগমন। উপরালয়ের প্রতিনিধি, মহাপণ্ডিত ও মহাবিজ্ঞানীদের যে সংজ্ঞায়িত, যে মন্তব্য করেছেন সব বিশ্লেষণ করে এর ফলাফলই নিশ্চিত করতে পারি এক ধর্মের বর্ণ ও এক মাটির বাবা, এক মাটির মা থেকেই মানুষের বিস্তার ঘটছে। হাজার হাজার বছরের পৃথিবীতে যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের বৃদ্ধি। সত্য সুন্দর পথে মানুষের জীবন গড়তে ধাপে ধাপে একের পর এক করে এসেছেন উপরালয়ের লক্ষাধিক প্রতিনিধি। কিন্তু অতি দুঃখের মহাসাগরে নিমজ্জিত এই দুনিয়া। বিভিন্ন যুগে হাজারে হাজার পণ্ডিতদের আগমনে হাজার হাজার ধর্ম ও বর্ণের প্রভাবে মানুষের মাঝে রণাঙ্গনের সৃষ্টি হয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষের মনের প্রশ্ন এক মাটির বাবা ও এক মাটির মা থেকে জন্ম মানুষের, একাধিক ধর্ম ও বর্ণে বিভক্ত হয়েছে কেন? পৃথিবীর কিছু মানুষের মনগড়া ধর্ম, মনগড়া বিচার, আচার-আচরণে ধর্মের দ্বারা কুসংস্কারাচ্ছন্ন যুক্তিবোধহীন হয়েছে বলে মনে হচ্ছে। পৃথিবীর কিছু বুদ্ধিমান মানুষ কৌশলে ধর্মের দোহাই দিয়ে উপরালয়ের প্রতিনিধির পরিচয়ে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করে ধর্ম ব্যবসায়ীতে পরিণত হয়েছে। ধর্মীয় কিতাব সংস্করণ করতে গিয়ে দুনিয়ার মহাবিজ্ঞানী, মহাপণ্ডিতেরা মানুষকে আলো থেকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। মাটির মানুষ নুরের কায়ায় রূপ বিলায়রে, রং এর মানুষ ভুবন জুড়ে রং ছাড়ায়রে। স্বাদে ভরা এ দুনিয়া আসলে তো আর যাইতে চাই না, আমার নেশায় নেশায় সময় গেল পৌঁছেছি গগন তরির পারঘাটাতে কখন যেন উড়াল পাখি যাবে অচিন দেশে। এই ভুবনে কত জনাকে দিলাম ভালোবাসা অলৌকিক মায়াজালে মনের সাথে মন ছিল গাঁথা। অসময়ে কেউ রইলো না, অবশেষে আমি নিজেই শুধু একা।