সাহিত্যজগতের কবি আর বিশ্বজগতের কবি। দুই কবির মধ্যে অনেক তফাৎ। সাহিত্যজগতের কবি নিখুঁত ছন্দ, সৌষ্ঠব, আর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু সেটি নির্মাণই। পুরো কবিতাজুড়ে তাই কবি থাকেন খুব বেশিমাত্রায় উপস্থিত। অন্যদিকে বিশ্বজগতের কবি প্রকৃতি, পৃথিবীর ছন্দ, সৌরমণ্ডলের আবর্তনের সাথে নিজের কবিতাকে মিশিয়ে দিতে পারেন। তাই তার কবিতা হয়ে উঠতে পারে বিশ্বের প্রাণস্পন্দনের সাথে ঐকতানে মিলে যাওয়া একটি ক্ষুদ্র পৃথিবী। পৃথিবীর ছন্দের সাথে সাথে সেই কবিতা নিরন্তর উচ্চারিত হতে থাকে প্রতিমুহূর্তে, প্রতিদিন, প্রতি ঋতুতে। সেই কবিতা হয়ে উঠতে পারে পৃথিবীর সমান বয়সী, টিকে থাকতে চায় পৃথিবী যতদিন টিকে থাকবে। মানুষ যেহেতু প্রকৃতিরই অংশ, তাই সেই কবিতা মানুষের সাথে মিশে যায় অক্লেশে। এই দুরূহ সাধনার জন্য দরকার হয় সত্যিকারের সাধক সত্তা, সত্যিকারের কবিসত্তা। মোস্তফা হকের কবিতা সেই দুরূহ সাধনায় নিমগ্ন। মোস্তফা হকও তাই মগ্নকবি। পৃথিবীতে প্রতিদিন প্রতিমুহূর্তে ঘটে চলেছে কবির চিত্তবিক্ষেপি কত ঘটনা। সেগুলো সয়েও কবিমগ্নতা বজায় রাখার সাধনা সহজ নয়। কিন্তু মোস্তফা হক কঠিনেরে ভালোবেসে সে পথেই নিজেকে বিলিয়ে রাখতে চান। এই গ্রন্থের কবিতাগুলো পাঠককে সেই অনির্বচনীয়তার স্বাদ দিতে চায়। প্রিয় পাঠক, মোস্তফা হকের কবিতার ভুবনে আপনাকে স্বাগতম।
নিজেকে ছাড়িয়ে যাবার এক অদ্ভুত খেলায় মেতেছেন লেখক। প্রতিনিয়ত চেষ্টা করছেন কিভাবে আগের লেখা কবিতা থেকে বের হয়ে ভিন্ন ধাঁচের কিছু লেখা যায় আর তাই বারবার কবিতার নানা ছন্দে করছেন বিচরণ। কুষ্টিয়ার জল, বাতাসে বেড়ে ওঠা লেখকের মনের ভেতর বাস করে এক আজন্য লালন। জীবন দর্শনে লেখক একজন যাযাবর। দেখেছেন মানুষ ও সমাজের নানামুখী বিচরণ, আর কবিতায় তুলে এনেছেন একান্ত নিজের মতো করে। কখনো তিনি বিশুদ্ধ প্রেমিক, করছেন প্রেমের আকুল আবেদন আবার পর মুহূর্তেই হয়ে উঠছেন প্রতিবাদী পুরুষ। সমাজ, রাজনীতি আর মানুষের মুক্তি বারবার উঠে আসছে তাঁর কবিতায়। লিখেছেন গান, নাটক। মঞ্চ নাটকের সাথে জড়িয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই। পড়তে ভালোবাসেন সব কিছুই, গড়ে তুলেছেন ছোট এক পারিবারিক লাইব্রেরি। আট ভাই বোনের সংসারে সবাই ছিলেন বই পোকা তাই পড়েছেন বিস্তর। জীবনানন্দের কবিতার ভেতর বারবার হারিয়ে যেতে তাঁর ভালো লাগে। শহরে বেড়ে ওঠা মানুষ তিনি, কিন্তু গ্রাম আর গ্রামীণ জনপদ তাঁকে বারবার টেনে নিয়ে যায়। এর আগে তাঁর আর দুটো কাব্যগ্রন্থ নগ্ন পাঠ ও দুঃস্বপ্নের কালো পাখি প্রকাশিত হয়েছে এবং পেয়েছে পাঠক প্রিয়তা। এটি লেখকের তৃতীয় কাব্যগ্রন্থ। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাস করছেন কানাডার টরেন্টো শহরে।