পিশাচ কাহিনি-১’ বইয়ের সংক্ষেপ: টাঙ্গাইলের কাঞ্চনপুর গ্রাম। হঠাতই সেখানে অদ্ভুত এক চর্মোরোগের প্রাদুর্ভাব দেখা দিলো। দেখতে দেখতে সেটা মহামারীর দিকে চলে যাচ্ছে দেখে আতঙ্কে এলাকা ছাড়া শুরু করলো সবাই। সরকারী কর্মকর্তা আজফার সাহেব তাঁর দুই সন্তান সহ ঢাকায় তাঁর স্ত্রীর কাছে রওনা দিতে যাচ্ছেন এমনি সময় বাসায় এসে উপস্থিত সেই কাঞ্চনপুর নিবাসী এক দুর্সম্পর্কের ভাই। তাঁর ছেলের নাকি কী অসুখ। ওদিকে ঢাকা ছেড়ে যাবার পথে পরদিন থেকে শুরু হল একের পর এক বিপত্তি। হঠাতই অদ্ভূত বেশের এক রহস্যময় সন্ন্যাসীকে দেখা গেল আশেপাশে। শহর ছাড়ার ঠিক আগে নামল দারুণ ঝড়। ভেঙে পড়ল সেতু, সবাই আটকা- ওদিকে পোড়ো জঙ্গলের যাকে বলে ‘শয়তানের থান’ সেদিক থেকে অদ্ভূত গোঙ্গানির আওয়াজ আসছে, তবে কি ফকির বাড়ির সেই গল্পটাই সত্যি? পিশাচ জেগে উঠছে সাতশো বছর পর? পিশাচ কাহিনী, হরর ট্রিলজির প্রথম বই। . “পিশাচ কাহিনি-২” বইটির কথাঃ টাঙ্গাইলের এক মফস্বল এলাকায় হঠাত দূরারোগ্য চর্মরোগের প্রাদুর্ভাব, সরকারী নির্দেশনায় ঘর ছেড়ে এলাকা খালি করে চলে যাচ্ছে অনেকেই, এর মাঝে কাহিনির নতুন মোড় পরিবির্তন হল যখন দুই সাধু এসে সবাইকে জানালেন ব্যাপারটা কোন সাধারণ চর্মরোগ না! এর পেছনে আছে আরো ভয়ানক কিছু। “পিশাচ কাহিনি-৩ বইটির কথাঃ” ঢাকা কমিক্সের প্রথম সুপার নেচারল কমিক্সের শেষ অংশ এটি। ভয়ঙ্কর পিশাচ মহা ডামর ক্বালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সাধুরা। চাইছেন যুদ্ধ শেষের পিশাচকে আটকে ফেলেবেন এক নারীদেহে । কিন্তু সেই নারীদের তাঁরা পাবেন কোথায়? শেষ মেষে কি পিশাচকে দমন করতে পেরেছিলেন তাঁরা?
Mehedi Haque মেহেদী হক, জন্ম ঢাকা, ১৯৮৪। পড়াশোনা করেছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে। অনার্স জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মাস্টার্স বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৭ থেকে কার্টুন আঁকছেন। উন্মাদে যোগদান ১৯৯৮ এ, এখন সেই পত্রিকার নির্বাহী সম্পাদক। সেই সাথে ২০০৩ থেকে পলিটিক্যাল কার্টুন আঁকছেন নিউ এইজ পত্রিকায়। সহযোদ্ধা কার্টুনিস্টদের সাথে ২০১১ সালে প্ৰতিষ্ঠা করেছেন বাংলাদেশ কটুনিস্ট এসোসিয়েশন। ২০১২ সালে শুরু করেন “আঁকান্তিস’ নামের আঁকিয়ে ফোরাম ও স্কুল। ২০১৩ সালে চালু করেন নিজের প্রকাশনা ঢাকা কমিক্স। ব্যক্তিগত জীবন শুরু করেছেন আরেক কাটুনিস্ট নাসরিন সুলতানা মিতু’র সাথে। প্রকাশিত বইঃ গোবরাগোটা, কার্টুন আঁকিবার ক, খ, গ এবং ‘ক্ষ’, আঁকিবুকির কলাকৌশল, আহ কাশ্মীর, কার্টুনিস্ট ও আর্টিস্টদের সহজ ফটোশপ শিক্ষা।