জোবায়ের মিলনের ১২টি গল্প নিয়ে ‘দদ্ধা অথবা না গল্পের ছায়া’ গল্পগ্রন্থ। দন্ধা অথবা না-গল্পের ছায়া ....এর প্রতিটি গল্প আমার, আপনার, আমাদের একটি পরিভ্রমণ; যেখানে আমরা চাইলেই পেরিয়ে যেতে পারি না কাম, বাসনা, লোভ, লালসা, আনন্দ, বেদনা, ক্রোধ এবং ঘৃণার মতো অনস্বীকার্য ছোট-বড় বিষয়গুলো। পেরিয়ে যেতে পারি না সত্যের সঙ্গে মিথ্যার, ন্যায়ের সঙ্গে অন্যায়ের চিরদিনের যুদ্ধ; জীবনের সঙ্গে যাপনের, শরীরের সঙ্গে মনের তুমুল ঝগড়া কিংবা নিত্যদিনের নিদারুণ দৃশ্য। অর্থাৎ যা-ই বলি না কেন, মূলত আমরা প্রত্যেকে আদিকাল থেকে আজ অবধি সময়-পিঠে যে একটি গল্প অঙ্কন করে চলছি অর্থাৎ জীবনের যে গল্প বলছি, তা-ই এখানে বলা হয়েছে গল্পকারের নিজস্ব ভঙ্গিতে। কখনো ভেদ করে গেছে কোনো গল্পের চরিত্র, কখনো নির্দিষ্ট চরিত্র ছাড়াই এগিয়েছে গল্পের কাহিনি, শেষে যেয়ে হয়তো। শেষ পাওয়া গেছে আবার যায়নি কিন্তু একটি বিষয় কিংবা অনেকগুলো বিষয়ের একটি সারমর্ম দেখা গেছে দিবা-অক্ষরে। আবার বাস্তব অথবা পরাবাস্তব। অথবা জাদুবাস্তবতার মতো ধোঁয়াচ্ছন্ন কোনো ছায়া হয়তো খেলা করেছে কোনো গল্পের আবহে, যা সূক্ষ্মভাবে পাঠ করলে পাঠকের চোখ এড়াবে না। পাঠোভরে প্রচল দিন-রাত্রি পাঠেরই এক তীক্ষ্ণ অনুভূতি অনুভূত হবে নিঃসন্দেহে। এ যাত্রায় আপনাদের স্বাগত....