মোঃ সাইফুল ইসলাম একজন বাংলাদেশি লেখক, কবি, গবেষক, প্রাবন্ধিক ও সাহিত্যিক। তিনি মাঝেমধ্যে ছোটগল্পও লেখেন। তিনি 'সায়েফ সুফল' ছদ্মনামে লেখালেখি করেন। লেখকের জন্ম ১৯৮৫ সালের ২২ জুন খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায়। তার লেখা কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। তার লেখা ও সুর করা 'তুমি আমারই প্রেমী' গানটি শ্রোতাদের কাছে প্রশংসিত হয়। 'হ্যাপি হ্যাপি ইয়ার, হ্যাপি নিউ ইয়ার' শিরোনামের ইংরেজি নতুন বর্ষবরণের এই গানটি বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কবি সায়েফ সুফল বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। 'মাবু' (MABU- Most Attractive Boys of the University) গ্রুপের বন্ধুদের প্রতি কবি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তারা বছরের পর বছর তার কবিতার পাগলামি সহ্য করে গেছেন। মাঝরাতে ঘুম থেকে উঠে তিনি 'মাবু' গ্রুপের বন্ধুদের জোর করে কবিতা শোনাতেন। বন্ধুরা বিরক্ত হলেও কবির দিকে তাকিয়ে তারা তার লেখা সেসব কবিতা নীরবে হজম করতেন আর বলতেন, 'বাহ! বেশ হয়েছে তো!' এসব বন্ধুদের কাছে কবির অশেষ ঋণ। বর্তমানে তার এসব অত্যাচার সহ্য করে যাচ্ছেন কবিপত্নী রিবা সুলতানা যুথী। রিবা সুলতানাও একজন লেখক ও কবি।