কবি, কথাসাহিত্যিক ও ইঞ্জিনিয়ার সাকিব উল্লাহ সোহাগ-এর সহজ সরল কথামালা দিয়ে সাজানো গ্রামীণ জনপদের অসাধারণ এক চিত্রকল্প এই 'রহস্য মানব' উপন্যাস। তাঁর নিখুত বর্ণনায় গ্রাম বাংলার নিসর্গ যেমন অদ্ভুত মনোলোভা হয়ে উঠেছে তেমনি সুক্ষ্ণ অনুভূতির মনকাড়া কাব্যিক ভাবনায় তাঁর উপন্যাস আরো গতিময়তা পেয়েছে। এদিক দিয়ে সাকিব উল্লাহ সোহাগ এর সার্থক সৃষ্টি এই উপন্যাস 'রহস্য মানব'। 'রহস্য মানব' লেখকের দ্বিতীয় উপন্যাস। তাঁর বাচনভঙ্গি, রচনাশৈলী খুবই দক্ষ হাতের কারুকাজ। যে সকল বিবেচনায় একটা গল্পকাহিনি স্বার্থক উপন্যাস হয়ে তার সবটা রহস্য মানবে সুস্পষ্ট। ধর্ম আর বিজ্ঞান, বাস্তবতা ও অতিপ্রাকৃতিক চিন্তাধারার এক চমৎকার সংমিশ্রণে গড়ে উঠেছে 'রহস্য মানব'-এর আখ্যানভাগ। এই উপন্যাসের সমাপ্তি টানতে গিয়ে লেখক অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বিয়োগান্তক সমাপ্তি টানতে গিয়ে বর্তমান করোনা মহামারীর কাঁধে বন্দুক রেখে কেন্দ্রীয় চরিত্র হেমন্ত ও সালেহিনের জীবনের যবনীকা টেনেছেন। যার কারণে তাঁর এই উপন্যাস মহাকালের স্বাক্ষী হয়ে বিশ্বমানের চমৎকারিত্বে ভরপুর হয়ে গেছে। তাছাড়া কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি অতি মানব বা রহস্য মানব সাইফুলের চরিত্রটি লেখকের অনন্য সৃষ্টি। যাকে কোনোভাবেই কোনো সমিকরণে লেখক নিজেও ফেলতে পারেননি। সাইফুলের বিষয়টি অসমাপ্ত রেখে উপন্যাসের ইতিটানতে হয়েছে। এটা 'রহস্য মানব'-এর মূল উপজীব্য বিষয়। এটা লেখকের দ্বিতীয় উপন্যাস তবে পড়তে গিয়ে নবীন লেখকের লেখা বলে মনে হয়নি। সেদিক দিয়ে তাঁর কলমকে অভিনন্দন। আমার বিশ্বাস লেখকের কলম আগামিতে আরও শানিত হয়ে আরো বহুদুর যাবে তাঁর পালতোলা নাও ইছামতির ঢেউ ভেঙে ভেঙে। আমি আশাবাদি বইটির বিশাল পাঠকপ্রিয়তা পাবে। লেখকের জন্য শুভকামনা। মাহবুব খান কবি, ঔপন্যাসিক প্রতিষ্ঠাতা মহাসচিব অনুশীলন সাহিত্য পরিষদ।