'মনভ্রমর' কবি মনির হোসেনের তৃতীয় কাব্যগ্রন্থ। গদ্যছন্দে লেখা এই গ্রন্থে তাঁর প্রায় সব কবিতাই হার্মেটিক ভাবনার বুনটে মোড়ানো। বড় বড় পয়ারে নির্মাণ করা তাঁর অনেকগুলো কবিতা। কবিতার ইতিহাসে প্রেম আর প্রকৃতি বিশাল এক অনুষজ্ঞ। কবি মনির হোসেনের কবিতা এর ব্যতিক্রম নয়। চলনবিলের উপর যে নীল আকাশ, নীচে জলের উপরে ফুটে থাকা গোলাপি শাপলার মোহন দৃশ্যপট, তীর ভূমি জুড়ে সবুজ শ্যামল গ্রাম এর সবই তাঁর কবিতাকে ভীষণভাবে প্রভাবিত করেছে বলে মনে হয়। সম্পূর্ণ নিজস্ব স্টাইলে লেখা মনির হোসেনের কবিতা তাঁরই ভাববাদী ভাবনার ছায়ায় বেড়ে উঠা। তাঁর কবিতার খুশবু পেতে হলে পাঠককে তার মনভ্রমরের পাখার স্পন্দনে কান পাততে হবে। আধুনিক কবিতার অনেক শর্ত কবির কবিতায় বিদ্যমান। কবি এমন এক জেলার সন্তান যে ভূমিকে কেন্দ্র করে কবি জীবনানন্দ দাশ তার কালজয়ী কবিতা 'বনলতা সেন' সৃষ্টি করেছেন। এদিক দিয়ে কবি মনির হোসেন এক সৌভাগ্যবান কাব্য প্রতিভা। আরো বহুদূর যাক কবির সপ্তডিঙা মধুকর। অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ 'মনভ্রমর' কাব্যগ্রন্থের সুনাম কবির ললাটে এঁকে দিক পাঠক প্রিয়তার জয়তিলক। কবির জন্য শুভকামনা। মাহবুব খান কবি ও ঔপন্যাসি প্রতিষ্ঠাতা মহাসচিব, অনুশীলন সাহিত্য পরিষদ।