সেই শৈশব থেকেই গল্পের প্রতি একটা আগ্রহ ছিল আমার। গল্পের বই পড়তে আমার বরাবরই ভালো লেগেছে। তারপর একটা সময় ইচ্ছে হতো নিজেই জীবনের চাওয়া-পাওয়া-না পাওয়ার আনন্দ-বেদনাগুলো গল্পের মধ্য দিয়ে প্রকাশ করি। আর এ কামনা-বাসনা থেকে অনেক আগে থেকেই শুরু হয়ে যায় গল্প লেখার হাতেখড়ি। গল্প লিখছি অনেক দিন ধরে। তবে গল্প আসলে কী তা নিয়ে ভাবনা ছিল বরাবরের। একটা পর্যায়ে গিয়ে বুঝতে পেরেছি, লেখকের আনন্দ-বেদনাবিদ্ধ হৃদয়ের নানাবিধ প্রকাশই গল্পের জন্মভূমি। বাইরের জগতের রূপ-রস, স্পর্শ-শব্দ বা আপন মনের ভাবনা, বেদনা, চিন্তা, অনুভূতিÑএ সবকিছুকে যিনি অনুভূতিস্নিগ্ধ ছন্দোময় শিল্পরূপ দিতে পারেন তিনিই হতে পারেন গল্পের প্রকৃত লেখক। জানি না এতসব আমি করতে সফল হয়েছি কিনা। এ বিষয়টি বিবেচনার ভার আমি আমার পাঠকদের উপর ছেড়ে দিলাম। দীর্ঘদিন যাবত গল্প লেখার কারণে পাণ্ডুলিপির স্তূপ জমে গিয়েছিল। পরিচিতজনরা অনেকেই জানতেন বিষয়টি। মূলত তাদের পীড়িপীড়িতে প্রকাশিত হতে যাচ্ছে আমার প্রথম গল্পের বই ‘তুই থেকে তুমি’। ইতিপূর্বে আমার লেখা ‘কিছু প্রেম কিছু কথা’ ও ‘যখন প্রেমে পড়েছিলাম’ নামে দুটো কবিতার বই প্রকাশিত হলেও গল্পের বই প্রকাশিত হয়নি। ‘তুই থেকে তুমি’ আমার লেখা প্রথম গল্পের বই। আশাকরি এ গল্পের বইটি পাঠকদের ভালো লাগবে। এ বইয়ের একটি গল্পও যদি কোনো পাঠকের ভালো লাগে তাহলেই আমার এ পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।