পাকিস্তান নামক 'পোকায় খাওয়া' রাষ্ট্রটা যাত্রা শুরু করে ব্রিটিশবিরোধী এক বিপ্লবীর ফাঁসি কার্যকর করার মাধ্যমে। প্রথম দিনেই। ১৪ আগস্ট রাতে। সাধারণ মানুষ তখন মুষড়ে পড়েন বেদনায়। আর প্রতিরোধের ঐতিহাসিক দায় নিয়ে রুখে দাঁড়ায় প্রগতিশীল একদল রাজনৈতিক কর্মী। এই গল্প তাঁদের। পাকিস্তানের প্রথম তিন বছরে হত্যাকাণ্ডের শিকার হন হাজার হাজার মানুষ। পরিকল্পিত দাঙ্গায় দেশছাড়া হন প্রায় অর্ধকোটি। প্রাণ হারান তাঁদের প্রায় পাঁচ লাখ । ধর্ষিত হন কয়েক লক্ষ নারী । এই গল্প তাঁদেরও। দেশ ও দশের জন্য আত্মদান করা সেদিনের অসংখ্য প্রগতিশীল রাজনীতিবিদ, অগণিত রাজনৈতিক কর্মী, গারদের অন্ধকার প্রকোষ্ঠে অনশন করে মারা যাওয়া শত শত মানুষের কথা কেউ আর বলে না। ইতিহাসও না। অথচ এদেশের নদীকে জিজ্ঞেস করলে এখনো তাঁদের নাম পাওয়া যাবে। বাতাসে কান পাতলে আজও শোনা যাবে তাঁদের আর্তনাদ । স্বাপ্নিক ও ‘সর্বহারা' সেসব মানুষের জীবনবেদ্য বয়ানগুলো জমা করেই এই বই । মানুষের জন্য নিবেদিত সর্বত্যাগী সেই মানুষদের জীবনাদর্শ আখরবদ্ধ করার প্রয়াস থেকে, রাজ অরাজের সূক্ষ্ম ভেদরেখা বুঝবার সরল সমাজ-অন্বিষ্ট সক্রিয়তায় গড়ে উঠেছে এই আখ্যান।