আসাদুল্লাহ্ কবি। নাগরিকত্বে বাংলাদেশি; কবিত্বে বিশ্ব নাগরিক। আধুনিক অন্যান্য কবির মতো তার কবিতাও স্বদেশ ও বিশ্বের ভাষিক দর্পণ। তিনি যখন বলেন- 'গাজার শিশুর মতো মুমূর্ষু মানবতার জন্য/ওষুধ বানাবারও রাজনীতি গণতন্ত্র নেই;' কিংবা 'ফিলিস্তিনি নারী ও শিশুর রক্ত ক্ষত ফিলিস্তিনের রক্তাক্ত মানচিত্র, মানপত্র!/সভ্যতার বর্তমান এই হালচিত্র ইতিহাস মসীহ মাহদি- প্রজন্মের প্রত্নপত্র;' তখন উপলব্ধ হয়- আসাদুল্লাহ্ স্বকালীন স্বদেশ ও পৃথিবীর এক সংক্ষুব্ধ কবি সন্তান। রাষ্ট্রীয় বন্ধুত্বের ইতিহাস তার কলমে কেমন কবিতা হয়ে ওঠে- 'সেই থেকে প্রিয় ভূমি/ আগরতলা ইতিহাসের সুরভিত পরিচ্ছেদ; জন্ম তার জন্মপূর্ব ভালোবাসা। কবির সরলোক্তি- 'কেউ বুঝুক আর না বুঝুক/ জন্মই আমার আজন্ম আলোর যাত্রা।.. কেউ মানুক আর না মানুক/জন্মই আমার আজন্ম সৃজন যাত্রা।.. জন্মই আমার আজন্ম প্রেমের কীর্তি;'। মানবিক প্রেম ও বিজ্ঞান একাকার হয়ে যায় কবির কথায়- 'তোমার কদম ফুলে/শান্তি ও সুন্দর খুঁজি প্রেমিকপ্রবর, উরুর উঠোন জুড়ে/ওড়াওড়ি করে ক্রমোসম-কবুতর।' কবি আসাদুল্লাহ্ মৃত্যুকে পাত্তাই দেন না। কত সহজে ও সরলতায় আসাদুল্লাহ্ বলতে পারেন- 'বসন্তের প্রকৃতির মতো/আমার প্রতিটি মৃত্যু অনন্যমাত্রিক নবজন্ম।' আমাদের বিশ্বাস 'নির্বাচিত জন্মান্তর'-এ পাঠকগণ আসাদুল্লাহ্ কবিসত্তার নানা রূপের অভিরূপ দেখে থাকবেন।
আসাদুল্লাহ্ কবি, প্রাবন্ধিক, গবেষক। জন্ম: ২১ পৌষ, ১৩৬৭ বঙ্গাব্দ, জামালপুর। বাবা জনাব ইউনূছ আলী (কৃষক), মা: বেগম নূরুন্নাহার (গৃহিণী)। অধ্যয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রকাশিত কাব্য: অনল স্রোতের জলযাত্রী, আমি একশতে এক, জন্ম আমার আজন্ম প্রেম, বেলা বারবেলা নেই, জন্মদেশ প্রত্নপত্র, ভালবাসাবাসি, মুজিব অনন্য অচিন্ত্য মা, পীড়িত রোহিঙ্গা পোড়া আরাকান, যাহা বলিব সত্য বলিব, আকার এবং ওয়াই, আ-মরি ভাষণ, তর্জনীর রূপকল্প, খচ্চরীয় স্বদেশ এখন, সেলফোনে কবি শ্রী মধুসূদন ও ফিরে দেখে দূরে দেখি। কিশোর আখ্যান: মায়ের জন্য ভালোবাসা, ভাষাবীর ও বীরশ্রেষ্ঠ, মা যে কী। ছড়াগ্রন্থ: বর্ণে বর্ণে সমবায়, জনক মুজিব ও সোনার বাংলা মেয়ে। নির্বাচিত কবিতা: প্রতিকৃতি শব্দশিলা মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ: মুক্তির বিগ ব্যাং মার্চ, ৭১। সম্পাদনা: শামসুর রাহমান: অনন্য নক্ষত্র, রবীন্দ্রনাথের সমবায়নীতি ও পল্লী প্রকৃতি। 'কলাপাতা' একটি ত্রৈমাসিক সাহিত্য সংহিতা (অনিয়মিত) প্রবন্ধগ্রন্থ: ছোটদের বড়দের সমবায়, মানবাঙালি। গবেষণাগ্রন্থ: বাংলা সন পরিচিতি, প্রথম ভোরের পাখি চর্যাকারগণ, পাটশিল্প: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা ও গণমানুষের নেতা- শেখ হাসিনা।