গত ৩০-৪০ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। যে যেভাবে পেরেছে খড়গ চালিয়েছে একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ অধ্যায়ে। সম্ভাবনার কথা বলে সংকটে পতিত করেছে বারংবার। ঢাকঢোল পিটিয়ে পরিবর্তনের আভাস দিয়ে পরিশেষে দেখি অন্ধের হাতে আলো মশাল। ফলে সাধনা ভুলে শিক্ষকরা করছে দাসত্ব, শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাছের বাজারের মতো পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করছে সার্টিফিকেট, দেশ পাচ্ছে নৈতিকতা মূল্যবোধহীন মাকাল প্রজন্ম। যারা জঞ্জাল সরাবে তারা নিজেরাই হচ্ছে জঞ্জাল। আর দেশপ্রেম তো শুভঙ্করের ফাঁকি। সব মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা একটি আদর্শ কানার হাটবাজার। যারা শিখাচ্ছে তারা অন্ধ, যারা শিখছে তারা অন্ধ। যারা দেখার কথা তারা সেই কবেই হারিয়েছে খালি চোখে দেখবার অধিকার। সঠিক রোগ নির্ণয়ের বদলে তন্ত্রমন্ত্রে খুঁজছে নিরাময়। শুক্লপক্ষের অনেক তারা খসে গেছে, তবে সব শেষ হয়ে যায়নি এখনো। দেশের শিক্ষার বিভিন্ন সমস্যা- সংকট, পশ্চাৎপদতা ও আগামীর সম্ভাবনা নিয়ে বইটি লেখা। আশা করছি দেশের শিক্ষার মান উন্নয়নে ও নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখবে ‘বাঙালির শিক্ষা বাঙালির প্রতীক্ষা’ বইটি। বইমজুর নকল বাড়ি।
স্বপন মিয়া (বইমজুর)। জন্ম ১৯৯২, ১ জানুয়ারি। নকল বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া। পড়াশুনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্যে (ফার্স্ট ক্লাস)। জাগাে হে মানব' (২০০৩) প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। অন্যান্য গ্রন্থ: নবীনগরের আলােকিত মানুষের কথা’ (২০১৬), নবীনগরের ইতিবৃত্ত (২০১৭), স্বপ্ন নিয়ে বাচি (২০১৭), আমার মা (২০১৭), সময়ের পাদটীকা (২০১৭), ‘প্রবাসের কাব্য (২০১৮), কালাে টাকার লাল গােলাপ' (২০২০)। লিখেছেন দৈনিক ইত্তেফাক, দৈনিক ভােরের কাগজ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে। সম্পাদনা করেছেন মাসিক মােহনা’, ‘অথবা সহ অনেক গ্রন্থ, লিটল ম্যাগ, পত্রিকা। প্রকাশনা ‘পাঁচটি নীলপদ্ম’, ‘স্নেহের প্রতিদান'। ছন্দ নিয়েই বেশি কাজ করেন। সম্ভবত, বাংলা সাহিত্যে তিনিই প্রথম ছন্দের স্ট্যাজ শাে করছেন এবং দর্শকদের যেকোন শব্দের তাৎক্ষণিক ছন্দ মিলিয়ে মঞ্চ মাতাচ্ছেন। যা বিশ্ব-সাহিত্যেও বিরল। ঐতিহ্যবাহী নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় তাঁকে তিতাস পাড়ের ছন্দের জাদুকর’ স্বীকৃতি প্রদান করেন। তাঁকে নিয়ে সাংবাদিক সমীর চক্রবর্তীর করা ছন্দ দিয়ে মুগ্ধ করা এক স্বপনের গল্প প্রতিবেদনটি রাইজিং বিডি ডট কমের শ্রেষ্ঠ প্রতিবেদন নির্বাচিত হয়েছিলাে। জনপ্রিয় টিভি চ্যানেল সময় টিভি, চ্যানেল টুয়েন্টি ফোর’, বাংলা টিভি', মাই টিভি’, ‘প্রথম আলাে, কালের কণ্ঠ', সমকাল সহ দেশসেরা বিভিন্ন গণমাধ্যম বিশেষ প্রতিবেদন। প্রকাশ করেছে লেখককে নিয়ে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, একুশে পদক প্রাপ্ত ‘আলী যাকের লেখককে নিয়ে লিখেন আলাে দিয়ে আলাে জ্বালা’ ফিচার।