বইটা তুলনামূলক ছোট। তবে সংক্ষিপ্ত কলেবরে ইজরাইল ফিলিস্তিন ক্রাইসিসের স্টেপ বাই স্টেপ, পরিপূর্ণ বয়ান এভাবে আর কোথাও পাওয়া বিরল। যারা এই বিষয়ে আগ্রহী, পড়াশোনা করেন, গভীরে যেতে চান, তাঁদের জন্য এটা হয়তো দ্বিগুণ স্পিডে টেনে দেখা ভিডিওর মতো। আর যারা শুধু জানতে চান, আসলে হয়েছিল কী, বা হচ্ছে কী? তাঁদের জন্য এইটা বেসিক সিলেবাস। কোর্স ১০১ বলা যায়। মূল লেখকদ্বয় দুজনেই ওয়েস্টার্ন একাডেমিয়ার এই ডিসিপ্লিনে উল্লেখযোগ্য স্কলার। একজন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরেকজন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ফলে পাশ্চাত্যের একাডেমিয়ার লেন্সে এই ক্রাইসিসের একটা দৃষ্টিভঙ্গি পাওয়া যাবে। পাঠক হিসেবে আমাদের দৃষ্টিতে পাশ্চাত্য মিডিয়ার আচরণ যেমন পূর্বনির্ধারিত এজেন্ডা ঘেঁষা, এই লেখকদেরকে তেমন এজেন্ডাঘেঁষা হিসেবে পাওয়া যাচ্ছে না। সম্ভবত 'জায়নবাদি' মিডিয়ার সাথে এদেশীয় পাঠক দর্শকদের পরিচয়ের ঘনিষ্ঠতা একাডেমিক অঞ্চলের তুলনায় বেশি। ফলে। তরজমাকারী দুইজন অসাধারণ মুন্সিয়ানা দেখিয়েছেন। ইরফানুর রহমান রাফিন অনুবাদক এবং লেখক হিসেবে ইতোমধ্যে পরিচিত ও প্রশংসিত। এর আগেও তাঁর বই প্রকাশিত হয়েছ। আরেকজন নবীন অনুবাদক ঈশিকা জাহান মুন, যার কাজও পাল্লা দেওয়ার মতো ভাল। বইয়ের প্রচ্ছদ করেছেন উম্মে খায়ের ঈদি।
Title
ফিলিস্তিন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্য সংকটের সংক্ষিপ্ত ইতিহাস