যে মানুষটা এসএসসিতে ডাব্বা মারে (এখনকার হিসেবে জিপিএ ৩.৭), কোন কলেজে চান্স না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে, অনেক কাহিনি করে একটা কলেজে ভর্তির সুযোগ পায়, কিন্তু সঙ্গদোষে চলে আসে। তাকে কলেজ থেকে বের করে দেয়ার উপক্রম হয়; পরে ক্রেজি লেভেলের পড়ালেখা করে সেই কলেজেই সে ফার্স্ট হয়ে যায়। কিছুদিন ভালো যাওয়ার পরে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় কোচিং করতে এসে আবারও বিপদে পড়ে। আত্মীয়দের লাঞ্ছনার শিকার হয়। টাকাপয়সা এবং থাকার জায়গার অভাবে টিকতে না পেরে একসময় হার্ডওয়্যার দোকানে কাজ করে। বেনামে টিউশনি করে। তারপরেও কাঁঠালের আঠার মতো লেগে থাকে। যে-কোচিং সেন্টারের স্টুডেন্ট ছিল সেই কোচিং সেন্টারেই টিচার হওয়ার সুযোগ আদায় করে। কিউরিয়াস হয়ে ভার্সিটি শেষ করার আগেই বিজনেস শুরু করে। সেখানে প্রতারণার শিকার হয়। শেষ পর্যন্ত বিজনেস থেকে লেজ গুটিয়ে চলে যায় শীতের কামড় খাওয়া দেশে। সেই দেশে গিয়েও আসতে থাকে একটার পরে একটা স্ট্রাগল। বিশেষ করে মাস্টার্সের অ্যাডমিশন, স্কলারশিপ, ভিসা পাওয়া নিয়ে স্ট্রাগল। ইন্টার্ন করার পারমিশন পাওয়ার স্ট্রাগল। ফুলটাইম চাকরি পাওয়ার পরেও পাঁচ মাসের মাথায় সেই চাকরি হারিয়ে ২৮ দিনের মধ্যে অন্য আরেকটা নতুন চাকরি পাওয়ার ক্রেজি লেভেলের স্ট্রাগল। এইভাবে পার্সোনাল, ফাইনান্সিয়াল এবং প্রফেশনাল লাইফের বাধা, কষ্ট, লাঞ্ছনা, প্রতারণা, বিশ্বাসঘাতকতার বিপরীতে হাল ছেড়ে না দিয়ে টিকে থাকার, সেটেল হওয়ার, চ্যালেঞ্জ নেয়ার, এগিয়ে যাওয়ার একটা জার্নি উঠে আসছে এই বইতে।
পাঠকসমাজে তাঁর পরিচিতি এখন গৎবাঁধা লেখার বাইরে নতুনত্বের আমেজ এনে দেওয়া তরুণ লেখক হিসেবে। তিনি ঝংকার মাহবুব, পেশায় একজন ওয়েব ডেভেলপার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাশ করার পর যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঝংকার মাহবুব। বাংলাদেশের তরুণ লেখকদের মধ্য থেকে ঝংকার মাহবুব এর বই আলাদা করা যায় খুব সহজেই। তাঁর লেখার বিষয়গুলোও ব্যতিক্রমধর্মী। কম্পিউটার প্রোগ্রামিংকে কীভাবে এ দেশের তরুণদের মাঝে সহজবোধ্য করা যায়– তা নিয়েই ঝংকার মাহবুব এর বই সমূহ। তাঁর লেখা বইগুলোতে তিনি প্রোগ্রামিংয়ের মতো কাঠখোট্টা জিনিসকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছেন। ঝংকার মাহবুবের বই সমগ্র এখন এ দেশের তরুণ প্রোগ্রামারদের কাছে প্রোগ্রামিং শেখার মজার বন্ধু হয়ে উঠছে এবং এই বইগুলোর জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাঁর লেখা উল্লেখযোগ্য কিছু বই হলো রিচার্জ ইয়োর ডাউন ব্যাটারি, হাবলুদের জন্য প্রোগ্রামিং, প্রোগ্রামিংয়ের বলদ টু বস, প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী, প্যারাময় লাইফের প্যারাসিটামল ইত্যাদি। প্রোগ্রামিং শেখানো সহজ করা বইগুলোর মূল উদ্দেশ্য হলেও ঝংকার মাহবুব তাঁর লেখার মাধ্যমে অনুপ্রাণিত করেছেন তরুণ প্রোগ্রামারদেরকে। লেখালেখির পাশাপাশি বর্তমানে তিনি শিকাগোর নিলসেন কোম্পানিতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছেন।