হজরত শাহ হাকিম মুহাম্মদ আখতার রহিমাহুল্লাহ বর্তমান শতাব্দীর আধ্যাত্মিক জগতের নক্ষত্র। তিনি পূর্বসূরি বুযুর্গদের উজ্জ্বল প্রতিচ্ছবি। তাঁর বয়ান-আলোচনা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। পাষাণ অন্তরগুলোকে আলোড়িত করে। উদাসীন দিলগুলোকে আলোকিত করে। তাঁর দৃষ্টির জ্যোতি ও চেহারার নুর মানুষের অনুভূতিকে প্রভাবিত করে। তাঁর প্রেমকাতর যবানের আহ-উহ শব্দ আল্লাহপ্রেমের আগুন জ্বালিয়ে দেয়। বর্তমানে তিনি পৃথিবীতে নেই। কিন্তু তাঁর বয়ানের অনবদ্য সংকলনগুলো পাঠ করলে তার পবিত্র যবান থেকে আলোচনা শোনার স্বাদ অনুভূত হয়। আল্লাহকে পাওয়ার তীব্র আকর্ষণ সৃষ্টি হয়। আমলের জযবা তৈরি হয়। তাঁর বয়ানের সংকলনগুলোর মধ্যে 'আল্লাহ কি তালাশ' অন্যতম। বইটির শব্দে-ছন্দে আল্লাহ প্রেমের সুধা ছড়িয়ে আছে। আছে আল্লাহর পথের পথিকদের রূহের খোরাক। সংকলনটি তৈরি করেছেন মাওলানা আরসালান ইবনে আখতার। আল্লাহ তায়ালা তাঁকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। হজরত শাহ হাকিম মুহাম্মদ আখতার সাহেবের এই দরদ-ব্যথা ও আল্লাহপ্রেমের সুধা বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যেও ছড়িয়ে দেওয়া দরকার। সেই সুবাদে অধম বক্ষ্যমাণ কিতাবের অনুবাদ শুরু করি। আল্লাহ তায়ালা বইটির সংকলক, অনুবাদক, সম্পাদক, প্রকাশক এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম বিনিময় দান করুন। আমিন।