আশা করছি বিজ্ঞানের চমৎকার কিছু বিষয় নিয়ে সাজানো এই বইটি আপনাকে বিজ্ঞান ও আমাদের আশপাশের জগত নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করার প্রয়াস যোগাবে। বিজ্ঞানের এই বইটি বুঝতে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, অমুক ক্লাসে পড়তে হবে, এটা জানা থাকতে হবে, ওটা জানা থাকতে হবে- ইত্যাদি শর্তগুলো এই বইটির ক্ষেত্রে দেয়ার প্রয়োজন দেখছি না। বইটি ফিকশনধর্মী, ফোকাস বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে। এই বিষয়গুলো ছাত্রছাত্রীদেরকে, আবার কখনও তার সহকর্মী শিক্ষকদেরকে একেবারে বাচ্চাদের বোঝানোর মতো করে বুঝিয়ে দেন শিক্ষক সুবিদ হাসান, ছোটখাটো একটি গ্রাম্য স্কুলের বিজ্ঞান শিক্ষক। মাঝে-মধ্যে লিখেন মফস্বলের একটি বিজ্ঞান ম্যাগাজিনে; তাঁকে আমন্ত্রণ জানানো হয় বিজ্ঞান বক্তৃতায়। ছাত্রছাত্রীদের বিস্ময় ও মুগ্ধতা, সহকর্মী শিক্ষকদের কথার তর্ক-খুনসুটি, কখনোবা তা ঝগড়ায় রূপ নেয়া এবং সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া কোনো ঘটনার সাথে সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আলোচনা-পর্যালোচনাগুলো গল্পের আবহে উপস্থাপন করা হয়েছে। কখনও চায়ের দোকানে, আবার কখনও জোছনা রাতে বাড়ির উঠোনে বা বারান্দায় বসে ধোঁয়া ওঠা গরম চায়ে জমিয়ে তোলা আড্ডা দিয়ে মেলেছে এই গল্পের ডালপালা। সুবিদ হাসানের বিজ্ঞানবোধে আপনাকে স্বাগতম।
জন্ম ঢাকার মানিকগঞ্জ জেলায়। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন। এর পাশাপাশি সহজ-সরল ভাষায় বিজ্ঞানকে সকলের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে প্রকাশ করেছেন বেশ কয়েকটি বিজ্ঞান বই, লিখছেন বিভিন্ন বিজ্ঞান ম্যাগাজিনে। তাঁর অবসর সময়গুলো বরাদ্দ থাকে বই পাঠ এবং লেখালেখির জন্য। একটা সময় পদার্থবিজ্ঞানের প্রতি আলাদা প্যাশন থাকলেও বিজ্ঞানে এখন তার বিশেষ আগ্রহের জায়গা হচ্ছে সেল এন্ড মলেকিউলার বায়োলজি, ইভল্যুশনারি বায়োলজি, জেনেটিক্স ও হিউম্যান নিউরোসায়েন্স। বিজ্ঞান ছাড়াও ইতিহাস, ধর্ম ও দর্শনে আগ্রহ রয়েছে ।