আফ্রিকা সম্পর্কে যে কোনো মানুষের আগ্রহ রয়েছে। মহাদেশটি আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত অনেক লেখালিখি হয়েছে। জন্ম হয়েছে অনেক গালগল্পের। টারজান আর কিং কংয়ের মতো কাহিনি আর ছবির জন্মও এর দুর্গম বন-জঙ্গল আর নানা ধরনের জীবজন্তুর আস্তানা থেকে। আফ্রিকাকে বলা হয় পৃথিবীর চিড়িয়াখানা, অন্ধকার মহাদেশও বলা হয়। দুই হাজার বাইশ সালের অক্টোবর মাসে লেখক কেনিয়া গিয়েছিলেন মাসাইমারার এনিমেল মাইগ্রেশন দেখতে। প্রতিবেশী দেশ তাঞ্জানিয়ার সেরেংগাতি ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট থেকে দলে দলে ওয়াইল্ড বিস্ট আর জেব্রা বিস্তীর্ণ এলাকা পার হয়ে কুমিরভর্তি মারা নদী লাফিয়ে পার হয়ে চলে আসে কেনিয়ার মাসাইমারায়। একেই বলে গ্রেট এনিমেল মাইগ্রেশন। হাজার বছর ধরে এই মাইগ্রেশন চলে আসছে। তারই চাক্ষুষ বর্ণনা থেকে এই মাইগ্রেশনসহ কেনিয়ার নানাবিধ প্রসঙ্গ জিকরুর রেজা তুলে ধরেছেন তার নিজস্ব ভঙ্গিমায়। মাসাইমারা গ্রেট মাইগ্রেশন থেকে ক্লারেন বিক্সেন মিউজিয়াম, জিরাফ সেন্টার, নাইরোবি শহর, থিকা উপশহর, মাউন্ট কেনিয়া এবং মুম্বাসাও অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উঠে এসেছে এই বইতে। তার লেখা থেকে পাঠক কেনিয়া সম্পর্কে একটি প্রাথমিক ধারণা করতে পারবেন, সেই সাথে এই এলাকার মানুষের জীবনাচার সম্পর্কেও মোটামুটি জানতে পারবেন। জিকরুর রেজা খানমের লেখার ভঙ্গিতে রয়েছে স্বকীয়তা এবং রসবোধ। সেই সাথে পাঠককে মন্ত্রমুগ্ধ করে আগাগোড়া আটকে রাখার বিরল ক্ষমতা। বইটি পাঠকদের ভালো লাগবে বলেই আমাদের ধারণা।