“ওরা ভয়ংকর মানুষ” উপন্যাসটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লেখা। এ পর্যন্ত বাংলা সাহিত্যে যদিও একাধিক মুক্তিযুদ্ধের উপন্যাস প্রকাশ পেয়েছে। খ্যাতিমান কথাসাহিত্যিকদের কিছু উপন্যাস থেকে চলচ্চিত্রও নির্মাণ হয়েছে। আমার জন্ম যদিও একাত্তরের অনেক পরে। তবে একাত্তরের নিষ্ঠুর দিনগুলির কথা আমি প্রতিনিয়ত ভাবতাম। জ্যান্ত মানুষগুলোকে নির্মমভাবে গুলি করে মারার দৃশ্য কল্পনায় চোখে ভাসতো। পাকিস্তানী হায়নাদের প্রতি প্রচ- ঘৃণা আমার অন্তরসত্ত্ব্য ছেঁয়ে থাকতো প্রতিনিয়ত। সে ক্রোধ আর ঘৃণা থেকেই এই একাত্তরের উপন্যাস লেখার আগ্রহ। তবে, লেখার মধ্যে যেমন পরিবর্তন হওয়া চাই, ঠিক তেমনি গল্পটাও একটু ব্যতিক্রম হওয়া উচিত। আমি চেষ্টা করেছি একাত্তরের বাস্তব চিত্র গুলো তুলে ধরে, গল্পের প্রেক্ষাপট একটু ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, এ বইটি বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে লেখা। কেননা, একাত্তর সালে পাকিস্তানী হানাদারবাহিনীরা হিন্দুদের প্রতি প্রচ- আক্রোশে চরমভাবে নির্যাতন করে। মুসলমানের পাশাপাশি নিষ্ঠুরভাবে হিন্দু জাতিকেও এদেশ থেকে বিনাশ করার জন্য গণহত্যা চালিয়ে যায়। আমি এখানে আর বিশেষ কিছু বলতে চাই না। তবে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়ানক ঘটনাবলি এ বইতে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি।