ভূমিকাঃ আমাদের বাংলাদেশ বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য ও গৌরবের অনন্য একটি দেশ। পৃথিবীর অন্য কোথাও এমন সাংস্কৃতিক ঐতিহ্যের লালন ও চর্চা দেখা যায় না। শত শত বছরের এমন কি হাজার বছরের নানা ঐতিহ্য লালন করে পথ চলছি আমরা। বাংলার আনচে-কানাচে, বিভিন্ন জনপদে ছড়িয়ে আছে কত গৌরবগাঁথা। আমাদের প্রাত্যহিক জীবনযাপনে, সংস্কৃতির পরতে পরতে জড়িয়ে আছে ছড়িয়ে আছে গর্ব করার মতো অনেক কিছুই। যেগুলো বিশ্বের দরবারে আমাদের প্রিয় বাংলাদেশকে উজ্জ্বলভাবে পরিচিত ও প্রতিষ্ঠিত করেছে। যেমন, পহেলা বৈশাখে রমনার বটমূলকে ঘিরে প্রাণের উৎসব, চাটগাঁইয়া মেজবান, চট্টগ্রামের সাম্পান, জব্বারের বলীখেলা, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, ঢাকার হাজীর বিরিয়ানি, ঢাকার বাকরখানি, টাঙ্গাইলের চমচম, সিলেটের শীতলপাটি, ঢাকার জামদানি শাড়ি কিংবা চাঁদপুরের ইলিশ, মুক্তাগাছার মণ্ডা ইত্যাদি বাংলাদেশের বিভিন্ন জনপদের বিশেষ পরিচিত গড়ে তোলার পাশাপাশি ঐ এলাকার ব্র্যান্ডিং করছে। একইভাবে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, চট্টগ্রামের শাহী জামে মসজিদ, বারো আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রাম শহর প্রভৃতি এতদঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ক্রমবিকাশের সাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছে। এতোসব ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক নানা বৈশিষ্ট্যমণ্ডিত বিচিত্র বিষয়ের অবতারণা করা হয়েছে বাংলার ঐতিহ্য বাঙালির গৌরব বইটিতে।
Rezaul Karim Khokan- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ব্যাংকিং পেশায় নিয়োজিত হন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে কর্মরত রয়েছেন। স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখির সূচনা। ব্যাংকিং পেশায় কর্মব্যস্ততার মাঝেও তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। গল্প-উপন্যাস, বিনোদন, অ্যাডভেঞ্চার, লাইফস্টাইল, অর্থনীতি, ব্যাংকিং প্রভৃতি তাঁর লেখার বিষয়বস্তু। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮।