Dr. Palto Datta FCIM, FRSA, CMBE, FHEA Dr. Datta received his bachelor's degree in plasma physics from the Peoples' Friendship University of Russia in Moscow, an MSc in marketing from Glamorgan University, and a PhD in marketing from the University of Hertfordshire, UK. He is a member of the Royal Society of Arts, Fellow of Advance HE, Fellow of Chartered Institute of Marketing, UK, member of Certified Management & Business Educator, and other organisations. Dr. Datta is a senior lecturer and Scholarship lead at the School of Business and Enterprise at Regent College London. Dr. Datta is also the Chief Editor of the Journal of Business and Retail Management Research and the International Journal of Higher Education Management. Author of a number of books, including "We're Doomed! Brexit Revisited" (2020), "The Art of Entrepreneurship: the Path to Success and Wealth Creation" (2022), and "Relationship Marketing for Enhancing Customer Retention (2018)” Over 27 years of teaching experience in the Further and Higher Education sectors in the UK. Dr. Datta has published extensively in international refereed journals and conferences, and several of his publications have received positive feedback from business and management scholars. In 2019, the US Congress, the New York State Assembly, and the NYC Small Business Service recognised him in the United States for his research contribution. He regularly contributes various business and higher education articles in prominent English language daily newspapers. Such is the insight that he brings to the specialism areas that he has made several television appearances in the UK, USA and Bangladesh. ড. পল্টু রঞ্জন দত্ত বাংলাদেশের কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অন্তর্গত তলাগ্রাম নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত উপেন্দ্র চন্দ্র দত্ত ছিলেন একজন সাধারন কৃষক, বিনয়ী এবং শান্তিপ্রিয়। মাতা যোগমায়া রানী দত্ত- একজন গৃহিণী কিন্তু মহান মানব চরিত্রের অধিকারী এবং গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের অধিকারী। তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা তার গ্রামের তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয় যেটি ব্রিটিশ শাসনামলের শেষ সময়ে জমিদার তারিণী চরণ লাহা ১৯২৫ সালে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ১৯৯৩ সালে রাশিয়ার মস্কোর পিপল ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটিতে প্লাজমা ফিজিক্সে তার প্রথম ডিগ্রি সম্পন্ন করেন। ড.দত্ত যুক্তরাজ্যের গ্ল্যামরগান ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ পিএইচডি সম্পন্ন করেন। তিনি রয়্যাল সোসাইটি অফ আর্টসের সদস্য, ফেলো অব হাইয়ার এডুকেশন একাডেমী, ফেলা অব চার্টার্ড ইনস্টিটিউট অফ মার্কেটিং, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস এডুকেটর এবং অন্যান্য সংস্থার সদস্য। ডঃ দত্ত রিজেন্ট কলেজ লন্ডনের স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজের একজন সিনিয়র লেকচারার এবং স্কলারশিপ লিড। ড. দত্ত জার্নাল অফ বিজনেস অ্যান্ড রিটেইল ম্যানেজমেন্ট রিসার্চ এবং ইন্টারন্যাশনাল জার্নাল অফ হায়ার এডুকেশন ম্যানেজমেন্টের প্রধান সম্পাদকও। ড. দত্ত বৈজ্ঞানিক জার্নালে এবং আন্তর্জাতিক সম্মেলনে বেশ কিছু পাণ্ডিত্যপূর্ণ নিবন্ধ প্রকাশ করেছেন। তার বই: রিলেশনশিপ মার্কেটিং ফর এনহ্যান্সিং কাস্টমার রিটেনশন (২০১৮) বর্তমানে বিভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে। "উই আর ডুমড! ব্রেক্সিট রিভিজিটেড" (২০২০), "দ্য আর্ট অফ এন্টারপ্রেনারশিপ: দ্য পাথ টু সাকসেস অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন" (২০২২), প্রবাসীর চোখে বাংলাদেশ (২০২৩) ও দনবাস-এক ইউরোপীয়ান ট্র্যাজেডী (২০২৩) সহ বেশ কয়েকটি বইয়ের লেখক ”.এ পর্যন্ত চল্লিশের অধিক গবেষনা নিবন্ধ আন্তর্জাতিক জার্নাল এবং কনফারেন্স প্রসেডিং এ প্রকাশ করেন। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এবং নিউইয়র্ক ডিপার্টমেন্ট অফ স্মল বিজনেস সার্ভিসেস দ্বারা তার গবেষণায় চলমান অবদানের জন্য স্বীকৃত হয়েছেন। শিক্ষকতা, গবেষনা এবং সম্পাদকীয় কাজ ছাড়াও ড. দত্ত নিয়মিত বাংলাদেশে বাংলা এবং ইংরেজী পত্রিকায় নিয়মিত লিখে আসছেন। শৈশব থেকেই তিনি কবিতা, ছোট গল্প এবং গান লিখে আসছেন। ১৯৯৭ সালে ঢাকায় বাংলা একাডেমি বইমেলায় তিনি অমরনাথ চক্রবর্তীর সাথে বাংলায় "মনোবায়ন" নামে তাঁর প্রথম কবিতার বই প্রকাশ করেন। একজন পাকা পর্যটক যিনি ৭৫টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন।