'এলিফ্যান্ট রোড' এটি এমনই সুবিশাল ক্যানভাসে লেখা অঞ্চল বিশেষের ধারার উপন্যাস যেখানে ৮০র দশকের ঢাকা তত্থা এলিফ্যান্ট রোড এলাকাকে যেমন পাওয়া যায় এখানে তেমনি উঠে এসেছে সেই সময়ের কিশোর তরুণ তরুণীর মনোজগতের চিত্র। এলিফ্যান্ট রোডে বেড়ে উঠা এক কিশোরীর প্রেম উপাখ্যান এই উপন্যাস। তারপর কাহিনী এগিয়ে গেছে নানা ঘটনা পর¤পরায়। আমাদের চেনা পরিবেশের এই গল্প আমার, আপনার, আমাদেরই যেন কথা। সুখ-দুঃখ, হাসি-কান্না, আশা-আকাক্সক্ষা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ, ঘৃণা-ভালোবাসা ইত্যাদির পাশাপাশি দেশ বিদেশের নানা মহাদেশ জুড়ে যে বাঙ্গালীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, পাওয়া যাবে তাদের জীবনযাপন তথা চিন্তা চেতনার কথাও। যাপিত জীবনের এই কথাগুলো উঠে উঠেছে সহজাত সাবলীলতায়। 'এলিফ্যান্ট রোড' এর কাহিনী সুবিন্যস্ত। প্লটের মধ্যে ঘটনা ও চরিত্রের ক্রিয়াকাÐকে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে তা বাস্তব জীবনকে প্রতিফলিত করেছে। 'এলিফ্যান্ট রোড' উপন্যাসটি ৫২ হাজার শব্দের চেয়ে কিছু বেশি!! এলিফ্যান্ট রোডে ৮০/৯০ বেড়ে উঠা আমাদের অনেকের চেনা এরোপ্লেন মসজিদ! তার নিচে ব্যস্ত এলিফ্যান্ট রোড- রিকশা, রাস্তার পাশে সারি সারি দোকান, ব্যস্ত রাজপথ, সিএনজি, যুগল, কাক লতাপাতায় এক নস্টালজিক আবহের ছবি আছে।