পর্তুগালের বিখ্যাত ব্যক্তিদের জীবনী সংক্ষিপ্ত আকারে লেখার প্রয়াস করেছি। বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে লিখেছি। উনাদের নিয়ে লেখার আগ্রহ জন্মানোর অন্যতম কারণ প্রতিনিয়ত কোনো না কোনো প্রতিকৃতির পাশ দিয়ে যাতায়াত এবং উপচে পড়া পর্যটকদের দর্শনীয় স্থান হওয়ায়। চেষ্টা করি প্রতিনিয়ত সন্তানদের জাতীয় এবং পাশাপাশি বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানাতে। একসময় নিজের মধ্যে এমন একটা ভাবনার উদয় হলো যে আমি আমার পুরো বয়সের অর্ধেকের বেশি সময় এই পর্তুগালে কাটিয়েছি, আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে এই দেশ সম্পর্কে জানার। যাঁদের সম্পর্কে লিখেছি তাঁদের প্রত্যেকের ইতিহাস কিছুটা হলেও জেনেছি। তাঁদের ইতিহাস লিখতে গিয়ে কখনো অবাক হয়েছি, কখনো আনন্দে আপ্লুত হয়েছি, কখনো মর্মাহত হয়েছি, কখনো হয়েছি শোকাহত। তাঁদেরকে নিয়ে আমার লেখার পেছনে আরও একটি কারণ রয়েছে সেটা হলো পর্তুগালের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতির মান তুলনা করা এবং আমাদের দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির মিশ্রণে নতুন ভাবনার উদ্ভাবন করতে সহায়তা করা। পর্যায়ক্রমে যাঁদের নিয়ে লিখেছি তাঁরা হলেন সম্মানিত ভাস্কো দা গামা (আবিষ্কারক), আমালিয়া দা পিয়েদাদে রদ্রিগেজ (কণ্ঠ শিল্পী), জোসে দে সোউজা সারামাগো (সাহিত্যে নোবেল প্রাপ্ত), লুইস ভাস দি কামোইস (পর্তুগালের জাতীয় কবি), সেবাস্তিয়াও জোসে দি কারভালো ই মেলো, মারকেস পোম্বাল (বিশিষ্ট রাজনীতিবিদ), জোসে টোমাস দে সোউজা মারটিনস (আধ্যাত্মিক ও জনদরদী ডাক্তার), ফারনান্দ আন্তোনিও নোগুইরা পেসোয়া (সাহিত্যিক)।
জনা ১৯৭৩ সালের ২০ মে। সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার বয়ড়াবাড়ি গ্রামে। বাবা আব্দুল হক তালুকদার ম শামসুন নাহার লিলি। স্থায়ী বসবাস বগুড়া জেলায়। পার্বতীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষাজীবনের হাতেখড়ি। বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক (রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে) শেষে বগুড়া আইন কলেজ থেকে প্রিলিমিনারি সম্পন্ন করেন। স্কুলজীবনে গার্লস গাইড এবং কলেজ জীবনে ১৯৯১- ৯২ সালের ছাত্রী সংসদের শিক্ষা ও সাহিত্য সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্কুলজীবন থেকেই তিনি লেখালেখি করেন এবং তা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। অপেক্ষা তাঁর প্রথম কাব্যগ্রন্থ। প্রায় ২৩ বছর ধরে তিনি পর্তুগালের লিসবনে সপরিবার বসবাস করছেন